দীর্ঘ টালবাহানার পরে কেটেছে ইস্টবেঙ্গল ক্লাব বনাম ইনভেস্টর গ্রুপের চুক্তি জট। স্বয়ং হস্তক্ষেপ করতে হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তারপরে অবশ্য লালহলুদ শিবির সময় নষ্ট না করে দলগঠনের কাজে মরিয়া হয়ে নেমে পড়েছে। কথা ছিল চলতি সেপ্টেম্বরের শেষের দিকে ভারতে আসবেন ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার। আর এসেই তিনি সোজাসুজি দলের সঙ্গে যোগ দেবেন দলের গোয়ার শিবিরে।খবর অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ভারতে আসতেন কিংবদন্তি ফুটবলার রবি ফাওলার। কিন্তু তার আগেই ছন্দপতন। দলের প্রধান কোচের পদ থেকে সরানো হল ফাওলারকে। এসসি ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আজ একটি ফেসবুক পোস্ট করে একথা জানানো হয়েছে।
লিভারপুলের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার ফাওলারকে অপসারিত করার পাশাপাশি নতুন কোচের নামও জানিয়ে দিয়েছে লাল-হলুদ শিবির। দলের নতুন কোচ হিসেবে ম্যানুয়েল মানোলো ডিয়াজ়ের সঙ্গে চুক্তি হয়েছে কর্তৃপক্ষের। ২০২১-২২ মরশুমের জন্য তাঁর সঙ্গে চুক্তি করেছে ইস্টবেঙ্গল।
ফেসবুক পোস্টে ইস্টবেঙ্গলের পক্ষে লেখা হয়েছে, "হ্যালো মানোলো! হিরো ইন্ডিয়ান সুপার লিগ ২০২১-২২ মরশুমে ম্যানুয়েল 'মানোলো' ডিয়াজ়কে আমাদের নতুন প্রধান কোচ হিসেবে স্বাগত জানাতে পেরে এসসি ইস্টবেঙ্গল গর্বিত । ′′
তবে শুধুমাত্র রবি ফাওলার একাই নন ইস্টবেঙ্গল সরিয়ে দিল টনি গ্রান্টেকেও । ক্লাবের পক্ষ থেকে একটা বিশেষ বার্তায় জানানো হয়েছে, অত্যন্ত কঠিন সময়ে তাঁরা দলে দায়িত্ব তুলে নিয়েছিলেন। ইস্টবেঙ্গল ক্লাবে তাঁদের অবদান অনস্বীকার্য। এই নিয়ে ফেসবুকে পোস্টও দেওয়া হয়েছে। গত মরসুমে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছিলেন ফাউলার। এক মরসুমেই তাঁর মেয়াদ ফুরিয়ে গেল। বিদেশি বাছাই এখনও চূড়ান্ত হয়নি ইস্টবেঙ্গলে। সূত্রের খবর, বিদেশি বাছাই নিয়েই কোচের সঙ্গে মতভেদ হচ্ছিল ইস্টবেঙ্গলের।
কে এই মানোলো ডিয়াজ়?
মানোলো ডিয়াজ় রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে। যুব ফুটবলে খেলেছেন বিখ্যাত ক্লাবের জার্সিতে। তারপরে রিয়াল মাদ্রিদের যুব দল, ‘বি’ এবং ‘সি’ টিমকে কোচিং করিয়েছেন ১২ বছর ধরে। স্পেনের ফুটবল জগতে মানোলো নামেই পরিচিত তিনি। ইস্টবেঙ্গলে কোচ হয়ে আসার আগে স্প্যানিশ লিগের হারকিউলিসের দায়িত্বে ছিলেন তিনি।
ইস্টবেঙ্গলের ৫৩ বছর বয়সী নতুন কোচ দীর্ঘ ১৯ বছর কোচিং করিয়েছেন বিভিন্ন ক্লাবে। তারমধ্যে জীবনের নয়টি বছর পালন করেছেন রিয়াল মাদ্রিদের বিভিন্ন সেট আপের দায়িত্বে। আর সেই কারণে এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়ে মানোলো বলেছেন, “মাদ্রিদে আমরা বলি, জেতা আমাদের ডিএনএতে রয়েছে। আমরা চাপ এবং বড় ক্লাবে কোচিং করানোর প্রত্যাশাকে খুব ভালোবাসি। সময়টা কম এবং এক দীর্ঘ ও কঠিন পথ সামনে রয়েছে, কিন্তু আমরা আমাদের সেরা পারফর্মেন্সটি দেব এসসি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য।”
তবে মানালোর ফুটবল কেরিয়ার খুব দীর্ঘ নয়। কেবল সাত বছর পেশাদারি ফুটবল খেলেছেন। এরপর ২০০২ সালে রিয়াল মাদ্রিদের জুভেনিল স্কোয়াডের কোচ হন তিনি। ২০০৮ সালে যোগ দেন স্প্যানিশ ক্লাব সিডিএ নাভালকারনেরোতে। এরপর ২০০৯ সালে রিয়াল মাদ্রিদের সি দলের দায়িত্ব নেন। জানা যাচ্ছে ৩২৮টি ম্যাচে কোচিং করিয়েছেন মানালো। জয়ের শতাংশ ৪১.৭৭ শতাংশ। এবরা এসসি ইস্টবেঙ্গলকে তিনি চূড়ান্ত সাফাল্য এনে দেবেন, স্বপ্ন দেখতে শুরু করেছেন ক্লাবের সমর্থকরা।