scorecardresearch
 

ISL 2023: জোড়া গোল ক্লেইটনের, হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম জয় ইস্টবেঙ্গলের

আইএসএল-এর দ্বিতীয় ম্যাচে  জয় পেল ইস্টবেঙ্গল এফসি। তাও আবার হায়দরাবাদ এফসিকে হারাল ২-১ গোলে। লাল-হলুদের হয়ে জোড়া গোল ক্লেটন সিলভার। ম্যাচের সেরাও তিনি। 

Advertisement
ক্লেইটনের জোড়া গোল ক্লেইটনের জোড়া গোল

আইএসএল-এর দ্বিতীয় ম্যাচে  জয় পেল ইস্টবেঙ্গল এফসি। তাও আবার হায়দরাবাদ এফসিকে হারাল ২-১ গোলে। লাল-হলুদের হয়ে জোড়া গোল ক্লেটন সিলভার। ম্যাচের সেরাও তিনি। 

এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ৮ মিনিটের মাথায় হিতেশের গোলে এগিয়ে যায় হায়দরাবাদ। বক্সের ভিতর থেকে হিতেশেরের প্রথম পোস্টে নেওয়া চিপ শট ইস্টবেঙ্গলের জালে জড়িয়ে যায়। হায়দরাবাদ এফসি শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায়। তবে এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি হায়দরাবাদ। ম্যাচের ১০ মিনিটের মাথায় সমতা ফেরে ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে ১-১করেন ক্লেটন সিলভা।  বক্সের ভিতর থেকে হায়দরাবাদের জালে বল জড়িয়ে দেন সিলভা। এরপর ম্যাচের ১৬ মিনিটের মাথায় ফ্রি-কিক আদায় করে নেন ক্লেটন সিলভা। তবে স্পট কিক থেকে বোরহার নেওয়া শট সরাসরি চলে যায় হায়দরাবাদ গোলকিপার কাট্টিমনির দস্তানায়। এরপর একের পর এক আক্রমণে ঝাঁপায় কার্লোস কুয়াদ্রাতের দল। তবে প্রথমার্ধে গোলের ব্যবধান বাড়াতে পারেনি লাল-হলুদ। ম্যাচের ৪০ মিনিটের মাথায় বক্সের ভিতর থেক নেওয়া মান্দারের শট প্রতিহত হয় কাট্টিমনির দস্তানায়। সেভ করার পরেই সিলভার সঙ্গে ধাক্কায় চোট পান হায়দরাবাদের গোলকিপার। ক্লেটনের হাঁটু গিয়ে লাগে কাট্টিমনির মুখে। তাঁর নাক দিয়ে রক্ত বেরোতে দেখা যায়। চোখের নীচে ফুলেও যায়। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ১-১। 

দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ৫৮ মিনিটের মাথায় গোলের সুযোগ হাতছাড়া করে ইস্টবেঙ্গল। ভালো জায়গায় বল পেয়েও দুর্বল শট নেন মহেশ। বল প্রতিহত হয় হায়দরাবাদের রক্ষণে। ম্যাচের ৭৯ মিনিটের মাথায় নন্দকে বক্সের ভিতরে বাধা দেন হায়দরাবাদের ডিফেন্ডাররা। নন্দকুমার বক্সের ভিতরে পড়ে গেলে পেনাল্টির আবেদন জানায় ইস্টবেঙ্গল। যদিও রেফারি তা নাকচ করেন। ৮০ মিনিটের মাথায় কর্ণার পেয়ে যায় হায়দরাবাদ। তবে তারা তা কাজে লাগাতে পারেনি। এরপর ফের আক্রমণে ঝাঁঝ বাড়ায় কুয়াদ্রাতের দল। যার ফলে ম্যাচের অতিরিক্ত সময়ে ২-১ করেন লাল-হলুদ অধিনায়ক। বক্সের বাইরে থেকে বিশ্বমানের গোল করেন ক্লেটন সিলভা। স্পট কিক থেকে নেওয়া তাঁর শট প্রথম পেস্টের কোণ ঘেঁষে হায়দরাবাদের জালে জালে জড়িয়ে যায়। বল লাগে ক্রসবারের নীচে। গোলকিপার অনূজের নাগালের বাইরে ছিল বল।
 

Advertisement

Advertisement