চেন্নাইয়েনের (Chennaiyin FC) জয়ে চাপ বাড়লো ইস্টবেঙ্গলের (East Bengal)। এর ফলে বুধবার পঞ্জাব এফসি-র (Punjab FC) বিরুদ্ধে শুধু ম্যাচ জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে রবিবারের ম্যাচের দিকেও। শেষ ম্যাচ থেকে চেন্নাইয়েন এক পয়েন্ট পেলেও চলে যাবে প্লে অফে। ফলে লাল-হলুদের জেতার পাশাপাশি রবিবার চেন্নাইয়েনকে হারতেও হবে। তা হলেই শেষ ছয়ে জায়গা পেয়ে যাবে ইস্টবেঙ্গল।
প্লে অফের লড়াইয়ে এখন মাত্র দু'টো দল। একদিকে যেমন ইস্টবেঙ্গল তেমনই লড়াইয়ে রয়েছে চেন্নাইয়েন। একের পর ম্যাচ হেরে ছিটকে গিয়েছে নর্থ ইস্ট, জামশেদপুরের মতো দলগুলি। শেষ ম্যাচ জিততে পারলে সর্বোচ্চ ২৭ পয়েন্টে পৌঁছে যেতে পারে ইস্টবেঙ্গল। যা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে চেন্নাইয়েন। ফলে শেষ ম্যাচ থেকে পয়েন্ট পেলেই প্লে অফে চলে যাবে চেন্নাইয়েন।
দিল্লিতে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে দলে নেই দুই নির্ভরযোগ্য ফুটবলার। কার্ড সমস্যার জন্য খেলতে পারবেন না গোলকিপার প্রভসুকান সিং গিল। বেঙ্গালুরুর বিরুদ্ধে গত ম্যাচে দারুণ কিছু সেভ করে সুপার সিক্সের লড়াইয়ে দলকে টিকিয়ে রেখেছেন তিনি। এবার পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। এই মরসুমে লাল-হলুদ জার্সিতে সব ম্যাচ খেলেছেন গিল। অন্যদিকে এই ম্যাচে খেলতে পারবেন না সৌভিক চক্রবর্তীও। তিনিও কার্ড সমস্যায় নেই।
মঙ্গলবার পিছিয়ে থেকেও দারুণ জয় তুলে নেয় চেন্নাইয়েন। শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলের প্রাক্তনি অঙ্কিত মুখোপাধ্যায়ের গোলে জয় পায় চেন্নাইয়েন। ৯১ মিনিটে সেই গোল খেয়ে আর সমতা ফেরাতে পারেনি খালিদ জামিলের ছেলেরা। তবে একটা ব্যাপার ঠিক তা হল, এই ম্যাচে জামশেদপুর জিতলেও সমস্যা হয়ে যেত লাল-হলুদের। তাই ড্র হলেই সবচেয়ে বেশি সুবিধা হত ইস্টবেঙ্গলের। তবে তা না হওয়ায় এখন চেন্নাই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে কার্লেস কুয়াদ্রাতকে।
বুধবার রাত সাড়ে সাতটা থেকে শুরু হবে পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ। দিল্লিতে এই ম্যাচে কোনও দর্শক মাঠে থাকতে পারবেন না। ফলে টিভিতে ম্যাচ দেখতে হবে সকলকেই। পাশাপাশি মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই ম্যাচের।