মঙ্গলবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। অ্যাওয়ে ম্যাচে বড় ব্যবধানে জিততে পারলে ঘরের মাঠে অ্যাডভান্টেজ নিয়ে খেলতে পারবে আন্তনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) দল। সেই লক্ষ্যেই নামতে চলেছেন শুভাশিস বসুরা (Subhashis Bose)। পুরোপুরি সুস্থ হয়ে কোচ আন্তোনিও লোপেজ হাবাস প্রস্তুতিতে ফিরতেই চনমনে মেজাজে মোহনবাগান শিবির। উজ্জীবিত পেত্রাতোস, কাউকো, শুভাশিস, লিস্টন, বিশাল কাইথরা। মঙ্গলবার ওড়িশার মোকাবিলা করার আগের দিন সকালে ভুবনেশ্বর দল নিয়ে পৌঁছে যান হাবাস। বিকেলে ভুবনেশ্বরে স্টেডিয়ামের অদূরে সেভেন ব্যাটেলিয়ন মাঠে রুদ্ধদ্বার অনুশীলন সারলেন তিনি। প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই হাবাসের এই উদ্যোগ।
প্রতিপক্ষ ওড়িশা দলে রয় কৃষ্ণা, দিয়েগো মরিসিও, আহমেদ জাহুর মতো ফুটবলার রয়েছেন। ঘরের মাঠে গোল তুলে নিতে চাইবে ওড়িশাও। হাবাস যে অ্যাওয়ে ম্যাচে ৩-৫-২ ছকের দর্শনেই নির্ভর করবেন। তবে দলে নেই ব্রেন্ডন হ্যামিল। কার্ড সমস্যায় নেই তিনি। তিন ডিফেন্ডার আনোয়ার আলি, হেক্টর ইউস্তে, শুভাশিসের সামনে দুই ডিফেন্সিভ ব্লকার দীপক টাংরি ও অভিষেক সূর্যবংশীর খেলার সম্ভাবনাই প্রবল। দুই উইংয়ে লিস্টন ও মনবীরের সঙ্গে মাঝমাঠে আক্রমণ তুলে আনার দায়িত্ব থাকবে মিডফিল্ডার জনি কাউকোর উপর। আক্রমণে ফ্রি ফুটবলারের ভূমিকায় দিমিত্রি পেত্রাতোস। সঙ্গে স্ট্রাইকিং পজিশনে সাদিকুকে খেলানো হতে পারে। মুম্বই ম্যাচে দর্শনীয় গোল করে মোহনবাগানের লিগ শিল্ড জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন লিস্টন কোলাসো। এদিনও সেই জায়গাতেই তাঁকে খেলতে দেখা যাবে।
অন্যদিকে, ঘরের মাঠে আগের ম্যাচে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে উজ্জীবিত ওড়িশা ব্রিগেড। কোচ সের্জিও লোবেরা মোহনবাগানকে গুরুত্ব দিলেও, বাড়তি সমীহ করছেন না। জানালেন, 'মোহনবাগান এমনিতেই শক্তিশালী। সদ্য শিল্ড জেতায় ওদের আত্মবিশ্বাস তুঙ্গে। ওদের বিরুদ্ধে লড়াইটা চ্যালেঞ্জিং। তবে ওদের হারানোর মতো ক্ষমতা আমার ফুটবলারদের আছে। বিশেষ করে কলিঙ্গ স্টেডিয়ামে আমাদের রেকর্ড খুব ভাল। প্লে-অফ পর্বে কেরলের বিরুদ্ধে ম্যাচটা ছিল আমাদের কাছে ফাইনালের সমান। সেখানে মোহনবাগানের সঙ্গে প্লে-অফ সেমিফাইনাল দু'দফার। তাই অঙ্ক কষে খেলার সুযোগ থাকছে। কলিঙ্গ স্টেডিয়ামে দর্শক সমর্থনের সুবিধা আমাদের সঙ্গে থাকবে। এটা অবশ্যই বাড়তি প্রেরণা।' সবুজ-মেরুনের বিরুদ্ধে সেরা দিতে মুখিয়ে আছেন রয় কৃষ্ণা। তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, 'আমাদের কাছে সব ম্যাচই ফাইনাল। মোহনবাগানকে কড়া চ্যালেঞ্জ জানাতে তৈরি।'