scorecardresearch
 

ISL 2024 Antonio Lopez Habas: পরের মরসুমেও মোহনবাগানের কোচ হাবাস? ফাইনালের আগে যা জানালেন

পরের মরসুমে কি মোহনবাগানের (Mohun Bagan Super Giant) হট সিটে দেখা যাবে আন্তনিও লোপেজ হাবাসকে (Antonio Lopez Habas)? আইএসএল *(ISL 2024 Final) ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে এসে হাবাস বলেছিলেন ‘আমার কোচিং কেরিয়ারের এটা শেষ পর্ব চলছে। এগুলিই শেষ কয়েকটি মুহূর্ত হয়ে উঠতে চলেছে। আমার জন্য এটা অত্যন্ত গর্বের মুহূর্ত।’ এরপর থেকেই গুঞ্জন শুরু হয়ে যায় তাঁর সবুজ-মেরুন শিবিরে থাকা নিয়ে।

Advertisement
হাবাস ও মোহনবাগান দল হাবাস ও মোহনবাগান দল

পরের মরসুমে কি মোহনবাগানের (Mohun Bagan Super Giant) হট সিটে দেখা যাবে আন্তনিও লোপেজ হাবাসকে (Antonio Lopez Habas)? আইএসএল *(ISL 2024 Final) ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে এসে হাবাস বলেছিলেন ‘আমার কোচিং কেরিয়ারের এটা শেষ পর্ব চলছে। এগুলিই শেষ কয়েকটি মুহূর্ত হয়ে উঠতে চলেছে। আমার জন্য এটা অত্যন্ত গর্বের মুহূর্ত।’ এরপর থেকেই গুঞ্জন শুরু হয়ে যায় তাঁর সবুজ-মেরুন শিবিরে থাকা নিয়ে।

শনিবার ইনস্টাগ্রামে ফের নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মোহনবাগান হেড কোচ। হাবাস লেখেন, ' গতকাল প্রেস কনফারেন্সে আমার বক্তব্য শুনে অনেকেই ভাবছেন এটাই হয়ত আমার মোহনবাগানের হয়ে শেষ ম্যাচ। তবে তেমনটা একেবারেই নয়। ক্লাবের সঙ্গে আমার পরের মরসুমের পরিকল্পনা নিয়ে কথাবার্তা হয়েছে।' আর এরপরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মেরিনার্স ফ্যানরা। মোহনবাগান যে পরের মরসুমের প্রস্তুতি অনেক আগেই শুরু করে দিয়েছে তা ট্রান্সফার মার্কেটে গুঞ্জন থেকেই স্পষ্ট হয়েছে।

শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলরেনকে (Jamie Maclaren) সই করানোর লড়াইয়ে ভারতীয় ফুটবলের প্রথম সারির দুই ক্লাব। সেই লড়াইয়ে যেমন মুম্বই সিটি এফসি রয়েছে, তেমনই রয়েছে মোহনবাগানও। বলা ভাল এগিয়ে রয়েছে সবুজ-মেরুন। এটা হাবাসের পরিকল্পনা ছাড়া সম্ভব নয়। পাশাপাশি কিয়ান নাসিরি, হামতেদের জায়গায় ভাল মানের ভারতীয় ফুটবলারও খুঁজছে মোহনবাগান। আর তা পেয়ে গেলে আইএসএল, সুপার কাপ ও ডুরান্ড কাপ তো বটেই, এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও প্রতিপক্ষদের শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে মোহনবাগান।

Advertisement

তবে তার আগে সমর্থকদের চোখ থাকবে শনিবারের ফাইনালের দিকে। এই ম্যাচ জিততে পারলে ত্রি মুকুট জয়ের রেকর্ড গড়ে ফেলবেন শুভাশিস লিস্টনরা। সেই আশাতেই যুবভারতী ভরাতে তৈরি মোহনবাগান ফ্যানরা। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ম্যাচ সুরুর আগে টিকিটের হাহাকার শহরজুড়ে। 

আরও পড়ুন

মোহনবাগান দল যেমন হতে পারে
গোলে বিশাল রক্ষণে হেক্টর ইউস্তা, শুভাশিস, আর আনোয়ার থাকছেন। এই তিন জন রক্ষণে ফুটবলারের সামনে দীপক টাংরি বা অভিষেক সূর্যবংশীকে ব্লকারের জায়গায় খেলাতে পারেন হাবাস। এক্ষেত্রে দীপক অভিজ্ঞতার কারণে সামান্য হলেও এগিয়ে। মাঝমাঠে জনি কাউকো, অনিরুদ্ধ থাপা, মনবীর, সাহাল অথবা লিস্টন। এদের সামনে পেত্রাতোস, কামিন্স।      

Advertisement