scorecardresearch
 

Kapil Dev On Team India: 'রোহিত-কোহলি বিশ্বকাপ জেতাবে না', হুঁশিয়ারি কপিল দেবের

চলতি বছর ভারতে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ (ICC World Cup 2023)। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ব‍্যর্থতার পর একদিনের বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল(Team India)। অনেকেই মনে করছেন, আসন্ন একদিনের বিশ্বকাপে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) ভাল খেলতে পারলেই একদিনের বিশ্বকাপে সফল হবে টিম ইন্ডিয়া। যদিও এমনটা মনে করতে নারাজ ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev)।

Advertisement
টিম ইন্ডিয়া ও কপিল দেব টিম ইন্ডিয়া ও কপিল দেব
হাইলাইটস
  • বিরাট-রোহিতের ওপর নির্ভর করলে হবে না
  • জানিয়ে দিলেন কপিল দেব

চলতি বছর ভারতে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ (ICC World Cup 2023)। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ব‍্যর্থতার পর একদিনের বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল(Team India)। অনেকেই মনে করছেন, আসন্ন একদিনের বিশ্বকাপে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) ভাল খেলতে পারলেই একদিনের বিশ্বকাপে সফল হবে টিম ইন্ডিয়া। যদিও এমনটা মনে করতে নারাজ ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev)।

এক সাক্ষাৎকারে কপিল বলেন, 'কেউ যদি ভেবে থাকেন, এই দুই খেলোয়াড়ই ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দেবে, তা হলে এই ভাবনা ভুল। একা কোহলি এবং রোহিতের উপর বিশ্বকাপ জয়ের আশা না রাখলেই ভালো।

আরও পড়ুন: দারুণ বোলিং শিভমের, ২ রানে শ্রীলঙ্কাকে হারাল ভারত 

কপিল দেব আরও বলেন," আপনি যদি বিশ্বকাপ জিততে চান, তবে কোচ নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ব্যক্তিগত স্বার্থকে পেছনে ছুড়ে ফেলতে হবে। তাঁদের সকলকে দল নিয়ে ভাবতে হবে। আপনি বিরাট বা রোহিত বা ২-৩ জন ক্রিকেটারের উপর যদি ভরসা করে থাকেন যে, তারাই আপনাকে বিশ্বকাপ এনে দেবে। তবে কিন্তু ভুল হবে। এমনটা কিন্তু কখনও হয় না। পুরো দলের উপর বিশ্বাস রাখতে হবে। আমাদের কি এমন দল আছে? অবশ্যই আছে। আমাদের কি এমন ম্যাচ উইনিং খেলোয়াড় আছে? অবশ্যই আছে। আমাদের দলে এমন ক্রিকেটার আছে যারা, বিশ্বকাপ জেতাতে পারে।"

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার জন্য সুখবর, ফিট বুমরা; কবে মাঠে ফিরছেন ?
তিনি আরও বলেন,"সব সময়েই দুই-একজন খেলোয়াড় থাকে, যারা দলের স্তম্ভ হয়ে যায়। দল তাদের চারপাশে ঘোরে। কিন্তু আমাদের সেটা ভেঙে অন্তত ৫-৬ জন খেলোয়াড় তৈরি করতে হবে। সেই জন্য আমি বলছি, শুধু বিরাট এবং রোহিতের উপর নির্ভর করা ঠিক নয়। এমন খেলোয়াড়দের দরকার, যারা তাদের নিজস্ব দায়িত্ব পালন করে। তরুণদের এগিয়ে আসতে হবে এবং বলতে হবে, এখন আমাদের সময়।" বিশ্বকাপের আগে ৩৫টি একদিনের ম্যাচ খেলবে রোহিত শর্মার ভারত। 

Advertisement

Advertisement