আইপিএল (IPL 2023) শুরু হওয়ার বেশ কিছুদিন পর কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস (Litton Das)। প্রথমদিকে ম্যাচ খেলার সে রকম সুযোগ না পেলেও দিল্লির (Delhi Capitals) বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর লিটন দাসের উইকেট কিপিংনিয়েও প্রশ্ন ওঠে। অভিষেকের দিন দলও হেরে যায়। সব মিলিয়ে বাংলাদেশের তারকা ক্রিকেটারকেই কাঠগড়ায় তুলছেন নাইট সমর্থকরা। দল থেকে বের করে দেওয়ারও পরামর্শ দিয়েছেন সমর্থকরা।
রহমানুল্লা গুরবাজকে বসিয়ে লিটন দাসকে খেলানো হয় এই ম্যাচে। ব্যাট করতে নেমেই তিনি ইশান্ত শর্মাকে অফ সাইডে একটা চার মারেন। এরপরের ওভারে লিটন মুকেশ কুমারকে একটা পুল শট মারতে গিয়ে ললিত যাদবের হাতে ক্যাচ দিয়ে বসেন। উইকেটকিপিং করতে নেমে ১৮ ওভারের দ্বিতীয় বলে ললিত যাদবের স্টাম্পিংয়ের সহজ সুযোগ মিস করেন। এরপরের ওভারেও ফের ব্যর্থ হন। অক্ষর প্যাটেলের আউট মিস করেন। অক্ষর প্যাটেল আর ললিত যাদব এই দু’জনে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এবং দিল্লিকে প্রথম জয়ের স্বাদ এনে দেন। এক সমর্থক লেখেন, ‘লিটন দাসের আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে কিন্তু এত খারাপ উইকেটকিপিং। এরথেকে চোখে কাপ বেঁধে ধোনি ভালো কিপিং করে। KKR-এর উচিত ওকে দল থেকে বাদ দেওয়া।’
আরও পড়ুন: দলের সবচেয়ে দামি তারকাকেই বাদ, KKR-এর বিরুদ্ধে ম্যাচের আগে সমস্যায় CSK
অপরজন লেখেন, ‘লিটন দাস একাই উইকেটের পিছন থেকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। তবে সেটা দিল্লির পক্ষে।’ ম্যাচে উইকেটকিপারের গুরুত্ব বলতে গিয়ে একজন বলেন, ‘শেষ ওভারগুলোতে গুরুত্বপূর্ণ ছিলেন লিটন দাস। কিন্তু তাঁর খারাপ কিপিংয়ের জন্য KKR জিততে পারল না।’ নেটিজেনদের অনেকেই মনে করেন তাঁর খারাপ উইকেটকিপিং-এর জন্যই হেরেছে কেকেআর।
আরও পড়ুন: ব্যাটে ব্যর্থ, সহজ স্টাম্পিং মিস, KKR-এ সুযোগ পাবেন লিটন?
সেই জন্যই উঠছে লিটনকে বাদ দেওয়ার দাবি। তবে একটা ম্যাচ খেলিয়েই কি তাঁকে বাদ দেওয়া হবে? সেটা যদিও এখনও পরিষ্কার নয়। তবে সুযোগ পেলে এবার পারফর্ম করে দেখাতে হবে বাংলাদেশের ক্রিকেটারকে। তা না হলে, আইপিএল-এ তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে। এমনিতেই এই মাসের শেষে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে ইংল্যান্ড যাবেন লিটন।