ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022) মরশুমে লখনউ সুপার জায়ান্টস (LSG) দল তৃতীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে। সোমবার, তিনি ১৮ রানের ব্যবধানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে হারতে হয়েছে কেএল রাহুলদের। দলের পক্ষে ক্রুনাল পান্ড্য ২৮ বলে ৪২ এবং অধিনায়ক কেএল রাহুল ২৪ বলে ৩০ রান করেন। এগুলো ছাড়া আর কোনো ব্যাটসম্যান রান করতে পারেননি।
লখনউ দল এই মরশুমে এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা ৪টিতে জিতেছে এবং তিনটিতে হেরেছে। তৃতীয় হারে লখনউয়ের দল পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে। যেখানে RCB ৭টির মধ্যে পঞ্চম ম্যাচ জিতে দ্বিতীয় নম্বরে পৌঁছেছে। ম্যাচে লখনউ দল দুর্দান্ত শুরু করেছিল, তবুও ম্যাচ জিততে পারেনি। এ নিয়ে ম্যাচের পরে কেএল রাহুল বলেন, '''আমার মনে হয় আমরা ভালো শুরু করেছি। প্রথম ওভারেই দুই উইকেট নেওয়ার পর পাওয়ার প্লেতে মাত্র ৫০ রান দিয়েছি। তবে আমরা এর চেয়ে ভাল করতে পারতাম। এই পিচে ১৮০ রানের স্কোর ছিল ঠিকই। আমরা ১৫-২০ রান বেশি দিয়েছি। মাঝপথে চাপ দিতে পারিনি। ব্যাটিংয়ে আমরা টপ-৩ ব্যাটসম্যানের একজনের কাছ থেকে বড় ইনিংস আশা করেছিলাম। তবে সেটা আর হয়নি। ফলে বাকিরা ভাল খেললেও সেই ঘাটতি পূরণ হয়নি।''
রাহুল বলেন, 'আমাদের দারুণ দল আছে। যেভাবে খেলছি তাতে আমি খুশি। হ্যাঁ, এটাও সত্যি যে আমরা কিছু ম্যাচে আরও ভালো করতে পারতাম। রাজস্থানের বিপক্ষে আমরা আমরা দারুণ শুরু করেছি। এখানেও আমরা একই রকম শুরু পেয়েছি। আমরা প্রতিপক্ষ দলকে চাপে রাখলেও বেশিক্ষণ সেই চাপ বজায় রাখতে পারিনি। সব খেলোয়াড়ই দারুণ ফর্মে আছে। এটা খুব গুরুত্বপূর্ণ।''
আরও পড়ুন: ডিসেম্বরেই বিয়ের সানাই বাজবে রাহুল-আথিয়ার, তোড়জোর শুরু
আরও পড়ুন: ইমরান হাসমি নয়, গ্যাংস্টারে অভিনয়ের সুযোগ পান শোয়েব আখতার!
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ দল। এরপর ব্যাঙ্গালোর দল ৬ উইকেট হারিয়ে ১৮১ রান করে। অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৬৪ বলে ৯৬ রান করেন। শাহবাজ আহমেদ ২৬ ও গ্লেন ম্যাক্সওয়েল ২৩ রান করেন। জবাবে লখনউ দল ১৬৩ রান করতে পারে এবং ম্যাচটি ১৮ রানে হেরে যায়। ক্রুনাল পান্ড্য ২৮ বলে ৪২ এবং অধিনায়ক কেএল রাহুল ২৪ বলে ৩০ রান করেন। জশ হ্যাজেলউড নেন ৪ উইকেট।