scorecardresearch
 

Kolkata Derby: এবার ডার্বিতেও 'দ্রোহ', ফের আরজি কর ইস্যুতে উত্তাল হবে যুবভারতী?

শনিবার আইএসএল-এর (ISL) প্রথম ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট (East Bengal vs Mohun Bagan Super Giant)। আরজি কর কাণ্ডের (RG Kar Incident) জেরে ডুরান্ড কাপের (Durand Cup) ডার্বি (Kolkata Derby) বাতিল হওয়ার পর, বিক্ষোভে উত্তাল হয়েছিল কলকাতা। যুবভারতীর সামনে তিন প্রধানের সমর্থকদের বিক্ষোভ ইতিহাস তৈরি করেছিল। তবে এবার আইএসএল ডার্বিতেও চলবে প্রতিবাদ। ন্যায় বিচারের দাবিতে ফের প্রতিবাদে সামিল হবেন ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan) সমর্থকরা। 

Advertisement
কলকাতা ডার্বি কলকাতা ডার্বি

শনিবার আইএসএল-এর (ISL) প্রথম ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট (East Bengal vs Mohun Bagan Super Giant)। আরজি কর কাণ্ডের (RG Kar Incident) জেরে ডুরান্ড কাপের (Durand Cup) ডার্বি (Kolkata Derby) বাতিল হওয়ার পর, বিক্ষোভে উত্তাল হয়েছিল কলকাতা। যুবভারতীর সামনে তিন প্রধানের সমর্থকদের বিক্ষোভ ইতিহাস তৈরি করেছিল। তবে এবার আইএসএল ডার্বিতেও চলবে প্রতিবাদ। ন্যায় বিচারের দাবিতে ফের প্রতিবাদে সামিল হবেন ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan) সমর্থকরা। 

কী কী কর্মসূচি নিচ্ছেন সমর্থকরা?
আসন্ন ডার্বিতেও প্রতিবাদের ডাক দিয়েছেন দুই প্রধানের সমর্থকরা। প্রসঙ্গত, এর আগেও ‘তিলোত্তমা’-র বিচারের দাবিতে রাস্তায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা গেছিল মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান (Mohammedan Sporting) সমর্থকদের। ডুরান্ড কাপের ডার্বি যেদিন বাতিল হয়ে যায়, সেদিন প্রতিবাদে নামেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা। যে আগুন ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। সেই রেশ যে এখনও কাটেনি, তা পরিষ্কার। ‘তিলোত্তমা’-র পাশে ময়দান সহ একাধিক সংগঠনের ডাকে এবার এই প্রতিবাদের ডাক দেওয়া হল। ম্যাচের দিন যুবভারতী ক্রীড়াঙ্গন সহ কাদাপাড়া, রুবি এবং বিল্ডিং মোড়ে এই কর্মসূচি হওয়ার কথা রয়েছে। দুই দলের সমর্থকদের গ্যালারি আলাদা। কিন্তু ‘তিলোত্তমা’-র বিচারের দাবিতে এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সংহতি জানিয়ে তারা লড়বেন একসঙ্গেই। মাথায় কালো কাপড় বেঁধে খেলা দেখবেন তারা।

অনেকটা এগিয়ে থেকে খেলতে নামবে মোহনবাগান
মহমেডান স্পোর্টিংকে হারানোর পর অনেকটা আত্মবিশ্বাসী হয়ে খেলতে নামবে মোহনবাগান। অন্যদিকে এবারের আইএসএল-এ প্রথম জয়ের খোঁজে ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন অস্কার ব্রুজো। শুক্রবার মধ্যরাতে শহরে আসছেন তিনি। শনিবারই ডার্বি। তাই বেশ চাপে ইস্টবেঙ্গল। এখন প্রশ্ন হল ডার্বি ম্যাচে কে কোচিং করাবেন, বিনো জর্জ না অস্কার? সূত্রের খবর অস্কারই বসবেন ডাগ আউটে। 

আরও পড়ুন

Advertisement
আরজি কর ইস্যুতে ফের উত্তাল হবে ময়দান
আরজি কর ইস্যুতে ফের উত্তাল হবে ময়দান

দায়িত্ব নেওয়ার পর থেকেই বিনো জর্জ, ডিমাস ডেলগার্ডোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন অস্কার। তাঁর নির্দেশেই চলছে অনুশীলন। এবার ডার্বি থেকেই ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।         

Advertisement