রাত পোহালেই মোহনবাগান ও ইস্টবেঙ্গলের (Mohun Bagan vs East Bengal) ডার্বি (Kolkata Derby) ম্যাচ নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল বিধানগর কমিশনারেট। শনিবারের ডার্বির আগে ডিসিপি সাংবাদিক সম্মেলন করেন। বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে দেওয়া হয়েছে, শনিবারের ম্যাচে কী কী নিয়ে খেলা দেখতে ঢোকা যাবে না তার তালিকা।
কী কী নিয়ে মাঠে ঢোকা নিষিদ্ধ?
মরশুমের প্রথম ডার্বি ম্যাচে শনিবার ডুরান্ড কাপের কলকাতা ডার্বিতে মোট ৬৩,৫০০ জন দর্শকের অনুমতি দিয়েছে পুলিশ প্রশাসন, এমনটাই জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। শনিবারের ম্যাচে ব্যানার, পোস্টার, টিফো, ড্রাম নিষিদ্ধ ডুরান্ড কাপের ডার্বিতে। নির্দেশিকা জারি করলো বিধাননগর পুলিশ কমিশনারেট ও ডুরান্ড কমিটি। গত কয়েক বছরে ডার্বিতে অন্য মাত্রা যোগ করেছে দুর্দান্ত টিফো। দুই দলের আল্ট্রাস সমর্থকরা টিফো বানিয়ে তাক লাগিয়ে দেন। তবে এবার ডুরান্ড কাপে হয়ত তেমনটা হচ্ছে না। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘শনিবারের ম্যাচে ব্যানার, পোস্টার, টিফো, ড্রাম নিষিদ্ধ। ঢোকা যাবে না, দেশলাই, লাইটার বা বাজি নিয়েও।‘
পুলিশের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দুই দলের সমর্থকরাই। প্রিয় দলের সমর্থনে অনেকেই টিফো বা ব্যানার নিয়ে আসেন। তা এবারের না হওয়ায় ক্ষুব্ধ তাঁরা। এমনিতেই টিকিট নিয়ে ক্ষোভের সুর শোনা গিয়েছিল সমর্থকদের মধ্যে। আর এবার মাঠে ব্যানার নিয়ে আসতে বাধা দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা।
ডার্বি ম্যাচে বারেবারে উত্তপ্ত হয় কাদাপাড়া অঞ্চল। সেখানেও নিরাপত্তা আঁটসাঁট করার সিদ্ধান্ত নিল পুলিশ। শুধু তাই নয়, গেটের বাইরে অতিরিক্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। লাগানো হচ্ছে, সিসিটিভিও। যারা গাড়ি নিয়ে ম্যাচ দেখতে আসবেন তাদের জন্যও নির্দিষ্ট জায়গায় পার্কিং-এর ব্যবস্থাও করা হয়েছে। ভিআইপিদের জন্যও আলাদা পার্কিং থাকছে। পুলিশের পক্ষ থেকে ম্যাচ শুরু হওয়ার বেশ কিছুটা সময় আগে মাঠে ঢুকে নিজেদের আসন গ্রহন করার আবেদন জানানো হয়েছে।