রাত পোহালেই মরশুমের প্রথম ডার্বি (Kolkata Derby)। এখনও কলকাতায় এসে পৌঁছাননি ইস্টবেঙ্গলের (East Bengal) তারকা ক্লেইটন সিলভা (Cleiton Silva)। তবে কি তাঁকে ছাড়াই খেলতে নামবে লাল-হলুদ? শোনা যাচ্ছে, শনিবার অর্থাৎ ডার্বির দিন সকালে শহরে এসে পৌঁছবেন লাল-হলুদ তারকা।
এখন প্রশ্ন হল, শনিবার শহরে এসেই কি নেমে যেতে পারবেন ইস্টবেঙ্গলের হয়ে গত মরশুমে ১২ গোল করা ক্লেইটন? ডুরান্ডের (Durand Cup 2023) প্রথম ম্যাচের আগে শহরে এসেছিলেন জর্ডন এলসি। বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ম্যাচে যদিও এই ফুটবলারকে কিছু সময়ের জন্য হলেও নামিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। তবে তাতে ফল হয় উল্টো। ২ গোলে এগিয়ে থাকা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সমতা ফেরায় বাংলাদেশ আর্মি। ক্লেইটনকে ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করিয়ে রেখেছে ইস্টবেঙ্গল। ফলে কলকাতায় এলে নামতে পারবেন ইস্টবেঙ্গল স্ট্রাইকার। তবে তাতে দলের কতটা লাভ হবে সেটা নিয়ে সন্দেহে লাল-হলুদ সমর্থকরা।
অন্যদিকে ডার্বির আগে চার ফুটবলারকে রেজিস্ট্রেশন করিয়ে ফেলল মোহনবাগান সুপার জায়েন্ট। এই তালিকায় যেমন রয়েছেন বিশ্বকাপার জেসন কামিন্স, তেমনই রয়েছেন আর্মান্দো সাদিকু ও অনিরুদ্ধ থাপা। ডার্বি ম্যাচে তাঁরা খেলবেন কিনা তা এখনও পরিষ্কার নয়। তবে দলে রাখা হতে পারে তাদের। প্রয়োজন মতো নামিয়ে দেওয়া হতে পারে এই ফুটবলারদের। ইস্টবেঙ্গলের আক্রমণভাগ কিন্তু প্রথম ম্যাচে বেশ ভালো খেলেছে। বিশেষ করে নাওরেম মহেশ সিং-এর বিশাক্ত সেন্টার সমস্যায় ফেলেছে বাংলাদেশ আর্মিকে। এই ধারা ডার্বি ম্যাচে কুয়াদ্রাতের ছেলেরা বজায় রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার। লাল-হলুদের চিন্তা এখন ডিফেন্স। গোল করেও তা ধরে রাখতে না পারার পুরনো রোগ সারছে না।
মোহনবাগান দলে রয়েছেন একাধিক গোল করার মতো ফুটবলার। ফলে সতর্ক থাকতে হবে জর্ডন এলসিদের। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, ডার্বিতে ভুল করলে সমস্যায় পড়তে হবে বিদেশি ডিফেন্ডারদের। ইস্টবেঙ্গল ফুটবলারদের সমস্যা রয়েছে ফিটনেস নিয়েও। হরমনজোত সিং খাবরাকে অধিনায়কত্ব দেওয়া হলেও ডুরান্ডের প্রথম ম্যাচে ৯০ মিনিট সমান দক্ষতায় খেলতে পারেননি তিনি। সবমিলিয়ে বলা যায় কিছুটা পিছিয়ে থেকেই ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল। তবে ক্লেইটন যদি এমন ম্যাচে নেমে ভালো কিছু করে দেখাতে পারেন, তবে ফল অন্যরকম হতে পারে।