ডার্বিতে (Kolkata Derby) হারের ভয়ে পালাচ্ছেন ইস্টবেঙ্গল (East Bengal) কর্তারা? এমন কটাক্ষই করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। ডুরান্ডের (Durand Cup 2023) ডার্বির টিকিট নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে অনেকদিন আগেই। এমনকি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই ক্ষোভ প্রকাশ করে বৈঠক ছেড়ে বেরিয়ে যান ইস্টবেঙ্গল কর্তারা।
লাল-হলুদ কর্তারা জানিয়ে দেন, টিকিট বন্টন নিয়ে তাঁরা অসন্তুষ্ট। ম্যাচও দেখতে যাবেন না তাঁরা। আর এ নিয়েই কটাক্ষ শোনা গেল দেবাশিসের গলায়। মোহনবাগান সচিব বলেন, ‘ডুরান্ড কাপের আয়োজনে ত্রুটি রয়েছে। এটা ঠিক। তবে টানা ৯ ডার্বি হারার ভয়ে পালাচ্ছে ইস্টবেঙ্গল কর্তারা। ডার্বির হার দেখতে পারবেন না তাই এমনটা করছেন৷’ টানা আট ডার্বি হেরে গিয়েছে ইস্টবেঙ্গল। এবারের বড় ম্যাচেও এগিয়ে রয়েছে মোহনবাগান। সেই জন্যই কি আরও আক্রমণাত্মক দেবাশিস? তবে ডুরান্ড কমিটির পাশেই দাঁড়ালেন মোহনবাগান কর্তা। তিনি বলেন, ‘আমি অবাক হয়ে গিয়েছিলাম ভিভিআইপি পার্কিং পাস না পেয়ে। আমি বা সঞ্জীব গোয়েঙ্কা তো বাসে করে ম্যাচ দেখতে যাব না? তাই প্রথম ম্যাচে আমি যাইনি। ওদের জিজ্ঞাসা করে জানতে পারলাম ওরা ভিভিআইপি পাসই করেনি। দেখুন সময় লাগবে। ওনারাও শিখছেন।‘
ইস্টবেঙ্গল কর্তারা যদিও তাঁদের অবস্থানে অনড়। শনিবারের ডার্বি তাঁরা দেখতে যাবেন না। অন্যদিকে ডার্বির আগে চার ফুটবলারকে রেজিস্ট্রেশন করিয়ে ফেলল মোহনবাগান সুপার জায়েন্ট। এই তালিকায় যেমন রয়েছেন বিশ্বকাপার জেসন কামিন্স, তেমনই রয়েছেন আর্মান্দো সাদিকু ও অনিরুদ্ধ থাপা। ডার্বি ম্যাচে তাঁরা খেলবেন কিনা তা এখনও পরিষ্কার নয়। তবে দলে রাখা হতে পারে তাদের। প্রয়োজন মতো নামিয়ে দেওয়া হতে পারে এই ফুটবলারদের। ইস্টবেঙ্গলের আক্রমণভাগ কিন্তু প্রথম ম্যাচে বেশ ভালো খেলেছে। বিশেষ করে নাওরেম মহেশ সিং-এর বিশাক্ত সেন্টার সমস্যায় ফেলেছে বাংলাদেশ আর্মিকে। এই ধারা ডার্বি ম্যাচে কুয়াদ্রাতের ছেলেরা বজায় রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার। লাল-হলুদের চিন্তা এখন ডিফেন্স। গোল করেও তা ধরে রাখতে না পারার পুরনো রোগ সারছে না।
মোহনবাগান দলে রয়েছেন একাধিক গোল করার মতো ফুটবলার। ফলে সতর্ক থাকতে হবে জর্ডন এলসিদের। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, ডার্বিতে ভুল করলে সমস্যায় পড়তে হবে বিদেশি ডিফেন্ডারদের। ইস্টবেঙ্গল ফুটবলারদের সমস্যা রয়েছে ফিটনেস নিয়েও। হরমনজোত সিং খাবরাকে অধিনায়কত্ব দেওয়া হলেও ডুরান্ডের প্রথম ম্যাচে ৯০ মিনিট সমান দক্ষতায় খেলতে পারেননি তিনি। সবমিলিয়ে বলা যায় কিছুটা পিছিয়ে থেকেই ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল। তবে ক্লেইটন যদি এমন ম্যাচে নেমে ভালো কিছু করে দেখাতে পারেন, তবে ফল অন্যরকম হতে পারে।