আইএসএল-এর ফিরতি ডার্বিতে (Kolkata Derby) রবিবার মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। রবিবার রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচ। এই মরসুমে চারবার মুখোমুখি হয়েছে দুই দল। ডার্বির লড়াইয়ে এখনও এগিয়ে ইস্টবেঙ্গল। এই মরসুমে একবার হেরেছেন কার্লেস কুয়াদ্রাত। আর অন্যদিকে মোহনবাগান কোচ আন্তনিও লোপেজ হাবাস একটাও ডার্বি হারেননি।
মরসুমের শুরুতে ডুরান্ড কাপের ডার্বি জিতেছিল লাল-হলুদ। সেই ম্যাচে গোল করেছিলেন নন্দাকুমার। যদিও ফাইনালে হারতে হয় তাদের। এরপর আইএসএল-এর ডার্বি হওয়ার কথা থাকলেও পুজোর সময় নিরাপত্তার কারণে তা হয়নি। সুপার কাপের ডার্বিতে ফের জয় পায় ইস্টবেঙ্গল। এর জেরে সেমিফাইনালে পৌঁছাতে পারেনি সবুজ-মেরুন। আইএসএল-এর প্রথম ডার্বি ২-২ গোলে ড্র হয়। রবিবারের ম্যাচ জিততে পারলে শীর্ষে চলে যাবে মোহনবাগান। অন্যদিকে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতেই হবে ইস্টবেঙ্গলকেও।
কোথায় কীভাবে দেখবেন ম্যাচ?
আইএসএল-এর ফিরতি ডার্বি দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমাতে। বাংলায় কমেন্ট্রি সহ ম্যাচ দেখা যাবে ডিডি বাংলায়। জিও সিম থাকলে বিনামূল্যেই দেখা যাবে এই ডার্বি। শুধু জিও সিনেমা অ্যাপ ইনস্টল করতে হবে। পাশাপাশি ম্যাচ দেখা যাবে ভিএইচ ১ চ্যানেলেও।
ইস্টবেঙ্গল দলে ফিরছেন চোট কাটিয়ে ফেরা সল ক্রেসপো। গত ডার্বির নায়ক ফিরেই কতটা নিজেকে মেলে ধরতে পারেন সেটাই এখন দেখার। কারণ দীর্ঘদিন পর মাঠে ফিরছেন তিনি। এফসি গোয়ার বিরুদ্ধে মাঝমাঠ একেবারেই ভাল খেলতে পারেনি। তাঁর দায়িত্ব থাকবে মাঝমাঠের হাল ফেরানো। এখান থেকে বাকি চার ম্যাচ জিতলেও ইস্টবেঙ্গলের প্লে অফে যাওয়া নিশ্চিত তা বলা যাচ্ছে না। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে।
অন্যদিকে আন্তনিও লোপেজ হাবাস আসার পর পুরো ভোল বদলে গিয়েছে মোহনবাগানের। গোল করার ক্ষেত্রে যেমন দক্ষতা দেখিয়েছে তারা, তেমন ভাবেই ডিফেন্সেও দারুণ ছন্দে মোহনবাগান সুপার জায়েন্ট। এখন দেখার রবিবারের ম্যাচ জিতে তারা শীর্ষে উঠতে পারে কিনা।