scorecardresearch
 

Mohun Bagan Super Giant: ডার্বির আগেই প্লে অফে মোহনবাগান, ইস্টবেঙ্গলের অঙ্ক 'কঠিন'

ডার্বির (Kolkata Derby) আগেই প্লে অফে যাওয়া নিশ্চিত করে ফেলল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। যদিও যে ছন্দে তারা রয়েছে, তাতে তাদের প্রথম ছয়ে থাকা ছিল শুধুই সময়ের অপেক্ষা। আন্তোনিও লোপেজ হাবাসের লক্ষ্য এখন লিগ শিল্ড জয়। আর তা করতে গেলে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করতে হবে। ইস্টবেঙ্গলের (East Bengal) সাম্প্রতিক ফর্ম একেবারেই আহামরি নয়। তবে ডার্বি ম্যাচে সব কিছুই সম্ভব। অনেক সময় অনেক পিছিয়ে থাকা দলও এই ম্যাচে বাজিমাত করে ফেলে। তাই সতর্ক হয়েই নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। 

Advertisement
মোহনবাগান ও ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইস্টবেঙ্গল

ডার্বির (Kolkata Derby) আগেই প্লে অফে যাওয়া নিশ্চিত করে ফেলল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। যদিও যে ছন্দে তারা রয়েছে, তাতে তাদের প্রথম ছয়ে থাকা ছিল শুধুই সময়ের অপেক্ষা। আন্তোনিও লোপেজ হাবাসের লক্ষ্য এখন লিগ শিল্ড জয়। আর তা করতে গেলে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করতে হবে। ইস্টবেঙ্গলের (East Bengal) সাম্প্রতিক ফর্ম একেবারেই আহামরি নয়। তবে ডার্বি ম্যাচে সব কিছুই সম্ভব। অনেক সময় অনেক পিছিয়ে থাকা দলও এই ম্যাচে বাজিমাত করে ফেলে। তাই সতর্ক হয়েই নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। 
 

পরের পর্বে চলে গেল মোহনবাগান
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (AFC Champions League) যেতে হলে এই ম্যাচ জিততেই হবে মোহনবাগানকে। তবেই লিগ শিল্ডের দৌড়ে টিকে থাকবে সবুজ-মেরুন। এমন অবস্থায় গত ডার্বিতে দুই গোলে পিছিয়ে পড়েও ফিরে আসা সাহস জগাচ্ছে তাদের। শনিবার সন্ধ্যায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসির মুখোমুখি হয়েছিল সিংতোর হায়দরাবাদ। ১ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছে নিজামের শহরের এই ফুটবল ক্লাব। আইএসএল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা এই দলের পরাজয়ের দরুন সমস্ত দিক বিবেচনা করলেই স্পষ্ট হয়ে যায় সবুজ-মেরুনের কোয়ালিফাইয়ের বিষয়টি।

লাভ হয়েছে ইস্টবেঙ্গলেরও
হায়দরাবাদের জয়ে লাভ হয়েছে ইস্টবেঙ্গলেরও। এর ফলে প্লে অফে কোয়ালিফাই করার আশা অনেকটাই জিইয়ে থাকল তাদের জন্য।  জামশেদপুর এফসির পয়েন্ট ১৯ ম্যাচে ২১ পয়েন্ট। কাল যদি ইস্টবেঙ্গল কোনোরকমে জয় পায় তাহলে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের সুবাদে এগিয়ে যাবে তারা।

Advertisement

 লড়াইয়ে টিকে থাকা বেঙ্গালুরু এফসি হোক কিংবা হুয়ান পেদ্রো বেনোলির নর্থইস্ট ইউনাইটেড এফসি। তারা পয়েন্টের ভিত্তিতে কিছুটা এগিয়ে থাকলেও গোল পার্থক্যের অনেকটা ফারাক রয়েছে। তাই আজকের ডার্বি ম্যাচের ফলাফলের দিকেই তাকিয়ে সকলে। যদিও এই ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গলকে। নয়ত আবার অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে ক্লেইটন সিলভাদের। 
 

আরও পড়ুন

Advertisement