১০ মার্চ কলকাতা ডার্বির (Kolkata Derby) দিন তৃণমূলের ব্রিগেড সমাবেশ। আর তার জেরেই পিছিয়ে গেল ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ। কবে হবে এই ম্যাচ? তা নিয়েও শুরু হয়েছে জটিলতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচের দিন ঠিক করা হতে পারে ৯ অথবা ১১ মার্চ। এমনটাই শোনা যাচ্ছে। যদিও ১১ মার্চ বড় ম্যাচ হলে সমস্যায় পড়তে হবে মোহনবাগানকে।
কবে হবে ডার্বি?
১১ মার্চ ডার্বি হলে মোহনবাগান শর্ত দিয়েছে, ১৩ মার্চের কেরল ব্লাস্টর্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচও একদিন পিছিয়ে দিতে হবে। আর ৯ মার্চ ডার্বি খেলতে সমস্যা নেই। জামশেদপুর এফসি ম্যাচ দেখে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তাঁকে ডার্বি নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘ওরা অর্থাৎ, ইস্টবেঙ্গল হোস্ট, ওরা যেখানে বলবে সেখানে খেলব। আমাদের এখানে কিছু বলার নেই, চূড়ান্তটা FSDL ঠিক করবে।’
১১ মার্চ ম্যাচ করা নিয়ে দেবাশিস বলেন, 'আমরা জানিয়েছি ১১ তারিখ খেলতে অসুবিধা নেই। তাহলে ১৩ তারিখের ম্যাচটা ১৪ তারিখ করতে হবে।’ পাশাপাশি তিনি এও জানিয়েছেন, মোহনবাগান ডার্বি খেলতে চায় না এটা একেবারে মিথ্যে কথা। তিনি বলেন, ', ‘অনেকে বলছে মোহনবাগান খেলতে চায় না, সব মিথ্যা কথা। আমরা সবদিন খেলতে রাজি। তবে ১৩ তারিখটা ১৪ তারিখ করতে হবে।’
কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ১১ মার্চ ডার্বি খেলার পরই কেরল চলে যাওয়া খুব মুশকিল। একটুও বিশ্রাম হবে না ফুটবলারদের। পাশাপাশি ডার্বি খেলার একটা বিরাট ধকল রয়েছে। এই সমস্ত কিছু সামলে ১৩ মার্চ খেলা অসম্ভব। ২ দিনের মধ্যে দু'টো ম্যাচ খেলা যায় না বলেই দাবি মোহনবাগান সচিবের।
শুক্রবার যুবভারতীতে অনায়াসে ৩-০ গোলে জামশেদপুরকে হারিয়ে জিতল মোহনবাগান। পয়েন্ট তালিকায় তিনে উঠে এল তারা। দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস এবং আর্মান্দো সাদিকু দলের তিন বিদেশি স্ট্রাইকারই গোল করলেন।