ইস্টবেঙ্গল দলে প্রথম একাদশে সুযোগ পেলেন না ক্লেইটন সিলভা। শনিবার সকালেই কলকাতায় এসে গিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। তবে প্রথম একাদশে নেই তিনি। মোহনবাগান সুপার জায়েন্টের দলে নেই বিশ্বকাপে খেলা জেসন কামিন্স। যদিও আর্মান্দো সাদিকুকে প্রথম একাদশে রেখেই দল সাজিয়েছেন জুয়ান ফেরান্দো।
ইস্টবেঙ্গল পরপর আট ডার্বি হারের পর, এবার ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ। ইস্টবেঙ্গল দলে স্ট্রাইকার হিসেবে রয়েছেন সিভেরিও, বোরহা। চার মিডফিল্ডার রয়েছেন বাঁ দিক থেকে উঠে আসবেন নাওরেম মহেশ সিং, সৌভিক চক্রবর্তী, সউল ক্রেসপো, নন্ধাকুমার। ডিফেন্সে রয়েছেন চার ফুটবলার। মন্দার রাও দেশাই, লালচুংনুঙ্গা, হরমনজ্যোত সিং খাবরা, জর্ডন এলসে। গোলে রয়েছেন প্রভসুকান সিং গিল এভাবেই দল সাজিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। ৪-৪-২ ফর্মেশনে মোহনবাগানের ওপর আক্রমণ সাজানোর ছক কষছে লাল-হলুদ।
অন্যদিকে মোহনবাগান দলও ৪-৪-২ পদ্ধতিতে দল সাজিয়েছে। গোলে থাকছেন বিশাল কাইত। ক্যাপ্টেন শুভাশিস বসু ডান দিক থেকে রাইটব্যাক হিসেবে শুরু করবেন। স্টপার হিসেবে থাকছেন ব্র্যান্ডন হামিল ও আনোয়ার আলি। আশিস রাই থাকবেন বাঁ দিকে। মিডফিল্ডে চারজন ফুটবলার থাকছেন। বাঁ দিক থেকে লিস্টন কোলাসো, মাঝে গ্লেন মার্টিন্স ও অনিরুদ্ধ থাপা। ডানদিক থেকে উঠে আসবেন মনভির সিং। স্ট্রাইকার হিসেবে আছেন দুই তারকা আর্মান্দো সাদিকু ও হুগো বুমোস। কামিন্স ও পেত্রাতোস দুই ফুটবলারকেই রিজার্ভে রাখা হয়েছে।
ইস্টবেঙ্গলের দল- সিভেরিও, বোরহা, নাওরেম মহেশ সিং, সৌভিক চক্রবর্তী, সউল ক্রেসপো, নন্ধাকুমার, মন্দার রাও দেশাই, লালচুংনুঙ্গা, হরমনজ্যোত সিং খাবরা, জর্ডন এলসে, প্রভসুকান সিং গিল।
মোহনবাগান দল- বিশাল কাইত, শুভাশিস বসু, ব্র্যান্ডন হামিল ও আনোয়ার আলি, আশিস রাই, লিস্টন কোলাসো, মাঝে গ্লেন মার্টিন্স ও অনিরুদ্ধ থাপা, মনভির সিং, আর্মান্দো সাদিকু ও হুগো বুমোস।