scorecardresearch
 

Kolkata Derby: ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বির টিকিট বিক্রি কাল থেকেই, কীভাবে পাবেন?

দুর্গাপুজো শেষ করে ফুটবল উৎসবে মাততে তৈরি বাঙালি। শনিবার এবারের আইএসএল-এর (ISL) প্রথম ডার্বি (Kolkata Derby)। সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকেই। চলবে ১৮ অক্টোবোর অবধি। ডার্বির প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই বড় দলই। মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) এর আগে মহমেডান স্পোর্টিংকে (Mohammedan Sporting) হারিয়ে বেশ চনমনে। আর ইস্টবেঙ্গল (East Bengal) প্রথম পয়েন্টের খোঁজে। লাল-হলুদে তীব্র ডামাডোলের মাঝে এই ডার্বিকে আকড়েই ঘুরে দাঁড়াতে মরিয়া। 

Advertisement
কলকাতা ডার্বি কলকাতা ডার্বি

দুর্গাপুজো শেষ করে ফুটবল উৎসবে মাততে তৈরি বাঙালি। শনিবার এবারের আইএসএল-এর (ISL) প্রথম ডার্বি (Kolkata Derby)। সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকেই। চলবে ১৮ অক্টোবোর অবধি। ডার্বির প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই বড় দলই। মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) এর আগে মহমেডান স্পোর্টিংকে (Mohammedan Sporting) হারিয়ে বেশ চনমনে। আর ইস্টবেঙ্গল (East Bengal) প্রথম পয়েন্টের খোঁজে। লাল-হলুদে তীব্র ডামাডোলের মাঝে এই ডার্বিকে আকড়েই ঘুরে দাঁড়াতে মরিয়া। 

কীভাবে পাবে টিকিট?
অনলাইনে টিকিট কাটা থাকলে ইস্টবেঙ্গল সাপোর্টাররা সল্টলেক স্টেডিয়ামের এক নম্বর গেটের বক্স অফিস থেকে টিকিট রিডিম করাতে পারবে। সকাল ১১টা থেকে সন্ধে‌ ৬টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে। মোহনবাগান সমর্থকরা যুবভারতী ক্রীড়াঙ্গনের চার নম্বর গেটের বক্স অফিস থেকে টিকিট রিডিম করাতে পারবে। সময় একই। সকাল ১১টা থেকে সন্ধে ৬টা। অফলাইন টিকিটের ক্ষেত্রে দুই দলের সমর্থকরা ইস্টবেঙ্গল ক্লাব এবং রুবি হাসপাতালের জংশন থেকে টিকিট কাটতে পারবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত টিকিট পাওয়া যাবে। সময় সকাল ১১টা থেকে সন্ধে ৬টা।

পুজো শেষ হওয়ার আগেই বিনো জর্জের তত্ত্বাবধানে প্র্যাকটিস শুরু করে দিয়েছে ক্লেইটন, ক্রেসপোরা। নতুন কোচ অস্কার ব্রুজোকে ডার্বির আগে কলকাতায় আনার চেষ্টা করছে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। আশা করা যাচ্ছে, তিনি ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যাবেন। তবে ততদিন বিনোর অধীনেই প্রস্তুতি চলবে। ১৫ অক্টোবর পর্যন্ত ময়দান বন্ধ। তাই যুবভারতীর প্র্যাকটিস মাঠেই অনুশীলন করছে দুই প্রধান। 

আরও পড়ুন

সোমবার থেকে ডার্বির প্রস্তুতি শুরু হয়ে যায় মোহনবাগান শিবিরে। রাগবি খেলতে দেখা যায় জেমি, দিমিদের। এদিন হালকা অনুশীলন করান হোসে মোলিনা। ভিয়েতনামের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে আসা ফুটবলাররা হালকা গা থামান। অনুশীলনে আসেননি শুভাশিস বসু এবং আপুইয়া। রিহ্যাব করেন আশিক কুরুনিয়ন। চোট থাকায় সাহাল আব্দুল সামাদও অনুশীলন করেননি। মোহনবাগান সমর্থকদের চিন্তা রক্ষণের অন্যতম ভরসা আলবের্তো রদ্রিগেসের চোট নিয়ে। গত ম্যাচেই তিনি চোট পান। এ দিন মাঠের বাইরেই ছিলেন। দিমিত্রি পেত্রাতস, কামিন্স, জেমি ম্যাকলারেনরা অনুশীলনের ফাঁকে রাগবি খেলেন।

Advertisement

Advertisement