ঘর ওয়াপসি হয়েছে কেকেআর (Kolkata Knight Riders) মেন্টর গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। ক্যাপ্টেন হিসেবে দুইবার দলকে চ্যাম্পিয়ন করেছেন গম্ভীর। আর এবার ডাগ আউটে বসে শ্রেয়াস আইয়ারদের (Shreyas Iyer) দলকে সামলানোর দায়িত্ব তাঁর কাঁধে। তবে কীভাবে লখনউ সুপার জায়েন্টের (Lucknow Super Giants) থেকে কেকেআর-এ গম্ভীরকে নিয়ে এলেন মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)?
কত টাকা বেতন গম্ভীরের?
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শোনা যাচ্ছে, 'চ্যাম্পিয়ন' গম্ভীরকে আনতে বিরাট বড় পদক্ষেপ নিতে হয়েছিল বলিউডের কিং খানকে। ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিলেন শাহরুখ। এমনটাই খবর। আইপিএল জিততে হলে যেমন ভাল দলের দরকার পড়ে তেমনই ভাল নেতা থাকাও খুবই জরুরি। গম্ভীরের বেতন ঠিক কত হওয়া উচিত, তা নিয়ে দরাদরির রাস্তাতেই হাঁটেননি শাহরুখ। বরং এই কাজটা নাকি গম্ভীরের উপরেই ছেড়ে দিয়েছিলেন। গম্ভীর কেকেআরে মেন্টর হিসেবে ফেরার পরেই দলের মানসিকতা যে অনেকটাই বদলে গিয়েছে। তা আর বলার অপেক্ষা রাখে না। ইডেনে শুক্রবার প্রথম প্রস্তুতিতে নেমেই পেপটক দিয়েছেন তিনি।
পেপ টকে কী বললেন গম্ভীর?
গম্ভীর দলের প্লেয়ারদের বলেন, 'তোমরা সকলে একটা দারুণ সফল ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব কর। নিজেদের দারুণভাবে প্রস্তুত করো। আমরা আজ থেকে মরসুম শুরু করে দিলাম। মানসিক ভাবে, শারীরিক ভাবে এবং দক্ষতার দিক থেকে যাই হোক না কেন তোমরা সেরাটা দাও। দলের সকল ক্রিকেটারকে স্বাধীনতা দেওয়ায় আমি বিশ্বাসী। আর সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ও। যাঁরা আমার সঙ্গে খেলেছে, তাঁরা আমার এই দিকটা জানে। টিমের প্রত্যেকের সঙ্গে সমান আচরণ করা হবে। এখানে কোনও সিনিয়র, জুনিয়র, ঘরোয়া, আন্তর্জাতিক ক্রিকেটারের ভেদাভেদ নেই। আমাদের একটাই মিশন, আইপিএল জেতা। সকলকে সেই সহজ পথ অনুসরণ করতে হবে। ২৬ মে আমরা যেন সেই জায়গায় পৌঁছতে পারি। আমরা যদি লক্ষ্যে অবিচল থাকি, লড়াই করি তা হলে সাফল্য আসবেই।'
২৩ মার্চ প্রথম ম্যাচে নামছে কলকাতা
আন্তর্জাতিক মঞ্চে না হলেও গম্ভীর আইপিএল-এ ক্যাপ্টেন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। পাশাপাশি লখনউ-এর মেন্টর হিসেবেও দারুণ কাজ করেছেন তিনি। এবার কলকাতার হয়ে কী করতে পারেন সেটাই দেখার। ২২ মার্চ শুরু হচ্ছে এ বারের আইপিএল। প্রতিযোগিতার দ্বিতীয় দিন অর্থাৎ ২৩ মার্চই অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। গম্ভীরের ছোঁয়ায় তৃতীয় ট্রফির অপেক্ষায় কেকেআর সমর্থকরা।