scorecardresearch
 

East Bengal vs Mohammedan: CFL-এ আজ ইস্টবেঙ্গল VS মহমেডান, কোথায় কীভাবে দেখবেন LIVE?

কলকাতা লিগে (Kolkata League) সুপার সিক্সের ম্যাচে আজ মিনি ডার্বি (East Bengal vs Mohammedan Sportinng)। মোহনবাগানের (Mohun Bagan Super Giant) পর এবার ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামছে মহমেডান স্পোর্টিং। সুপার সিক্সের প্রথম ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে ৫-০ গোলে জয় দিয়ে অভিযান শুরু করেছে সাদা-কালো শিবির।

Advertisement
মিনি ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মহমেডান মিনি ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মহমেডান
হাইলাইটস
  • আজ কলকাতা লিগে মিনি ডার্বি
  • দুপুর তিনটেয় শুরু ম্যাচ

কলকাতা লিগে (Kolkata League) সুপার সিক্সের ম্যাচে আজ মিনি ডার্বি (East Bengal vs Mohammedan Sportinng)। মোহনবাগানের (Mohun Bagan Super Giant) পর এবার ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামছে মহমেডান স্পোর্টিং। সুপার সিক্সের প্রথম ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে ৫-০ গোলে জয় দিয়ে অভিযান শুরু করেছে সাদা-কালো শিবির।
 

কখন-কোথায় দেখা যাবে ম্যাচ?
কিশোর ভারতী স্টেডিয়ামে দুপুর তিনটের সময় শুরু হবে মিনি ডার্বি। দারুণ ছন্দে রয়েছে দুই দলই। দুই গ্রুপের দুই শীর্ষ স্থানীয় দলের লড়াই। সেই লড়াই যে বেশ উপভোগ্য হবে তা বলাই যায়। সুপার সিএক্সে ৩০ পয়েন্ট নিয়ে খেলা শুরু করবে ইস্টবেঙ্গল। মাত্র এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে থেকে সুপার সিক্সে উঠেছে মহমেডান। তবে মূলপর্বের প্রথম ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে বড় জয়ের ফলে এখন ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট সাদা কালো ব্রিগেডের। এই ম্যাচ টিভিতে দেখা যাবে না। তবে ইনস্পোর্টস-এর অ্যাপ বা ওয়েবসাইটে দেখা যাবে আজকের ম্যাচ। যদিও ফ্রিতে এই মিনি ডার্বি দেখার সুযোগ নেই। এর জন্য পাস কিনতে হবে অনলাইনেই। তবে শুধু এই ম্যাচ দেখার জন্যও টাকা দিতে পারেন।  


শিরোপা জয়ের লড়াইয়ে ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচের গুরুত্ব বিশাল। মিনি ডার্বি নির্ধারিত করে দিতে পারে কলকাতা লিগের ভাগ্য। এই ম্যাচ যে দল জিতবে, সেই দল নিঃসন্দেহে লাভবান হবে। তাই দুই দলের সমর্থকদের মধ্যেই উত্তেজনার চোরাস্ত্রোত বয়ে চলেছে। প্রতিপক্ষকে সমীহ করছেন ইস্টবেঙ্গল কোচ। চলতি লিগে সবচেয়ে ধারাবাহিক দল মহমেডান। দলে ডেভিডের মতো গোল মেশিন রয়েছে। এখনও পর্যন্ত লিগে সর্বোচ্চ গোলদাতা তিনি।

আরও পড়ুন

তবে নিজের দলের ওপর পূর্ণ আস্থা রাখছেন লাল হলুদ কোচের। বিনো জর্জ বলেছেন, ‘সুপার সিক্সে প্রতিযোগিতা আরও কঠিন হবে। দুই ক্লাবেরই ইতিহাস সমৃদ্ধ। তাই কিশোর ভারতীতে একটা ভালো পরিবেশের আশা করছি। আমরা নিজেদের সেরাটাই দেব।’ এই ম্যাচে সিনিয়র দল থেকে কয়েকজন ফুটবলারকে খেলানোর কথা ভাবছেন বিনো।
 

Advertisement

Advertisement