scorecardresearch
 

Argentina: কোপার আগে দারুণ ফর্মে Messi, জোড়া গোলে উড়ে গেল গুয়াতেমালা; দেখুন VIDEO

কোপা আমেরিকার (Copa America 2024) আগে শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা (Argentina)। সবচেয়ে বড় কথা হল, গুয়াতেমালার বিরুদ্ধে গোল পেয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। একটা নয় দু, দু'টো গোল তাঁর নামের পাশে। তবে হ্যাটট্রিক করার সুযোগও ছিল তাঁর সামনে। শেষ পর্যন্ত কোপা আমেরিকা শুরুর আগেই বিপক্ষ দলগুলোকে কড়া বার্তা দিয়ে রাখলেন মেসি। আর্জেন্টিনার জয় ৪-১ গোলে। দুটি করে গোল করেছেন মেসি ও লাওতেরো মার্টিনেজ।

Advertisement
লিওনেল মেসি লিওনেল মেসি

কোপা আমেরিকার (Copa America 2024) আগে শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা (Argentina)। সবচেয়ে বড় কথা হল, গুয়াতেমালার বিরুদ্ধে গোল পেয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। একটা নয় দু, দু'টো গোল তাঁর নামের পাশে। তবে হ্যাটট্রিক করার সুযোগও ছিল তাঁর সামনে। শেষ পর্যন্ত কোপা আমেরিকা শুরুর আগেই বিপক্ষ দলগুলোকে কড়া বার্তা দিয়ে রাখলেন মেসি। আর্জেন্টিনার জয় ৪-১ গোলে। দুটি করে গোল করেছেন মেসি ও লাওতেরো মার্টিনেজ।

মেসি শনিবারের ম্যাচে শুরু থেকেই খেলেন। তবে তাঁর উপস্থিতিতেই শুরুতে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। ম্যাচের ৪ মিনিটে ফ্রি-কিক থেকে গুয়াতেমালার প্রথম চেষ্টা এমিলিয়ানো মার্টিনেজ সেভ করলেও ফিরতি বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়ান লিসান্দ্রো মার্টিনেজ। গুয়াতেমালা শুরু থেকেই চেষ্টা করে রক্ষণ সুদৃঢ় রেখে প্রতি-আক্রমণে যেতে। এ লক্ষ্যে শুরু থেকেই সফল ছিল তারা। শুধু তাই নয়, চেষ্টা করেও জায়গা তৈরি করতে পারছিলেন না মেসিরা। উল্টে মাঝেমধ্যে আর্জেন্টিনার রক্ষণে চাপ বাড়াচ্ছিল গুয়াতেমালা। 

১২ মিনিটে গোল শোধ করে আর্জেন্টিনা

ম্যাচের ১২ মিনিটে নিজেদের ভুলেই আর্জেন্টিনাকে ম্যাচে ফেরার সুযোগ করে দেয় গুয়াতেমালা। বল পাস দিতে গিয়ে বক্সের ভেতর মেসির পায়ে বল তুলে দেন দলটির গোলরক্ষক। এই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি আর্জেন্টাইন মহাতারকা। দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান তিনি। ভুল করে গোল হজম করার বিষয়টি বাদ দিলে, আর্জেন্টিনাকে বেশ ভালোভাবেই আটকে রেখেছিল গুয়াতেমালা। ৩৫ মিনিটের পর থেকে পুরোপুরি ম্যাচে ফেরে আর্জেন্টিনা। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় আর্জেন্টিনা। বক্সের ভেতর ভ্যালেন্টিন কার্বোনি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। গোল করে দলকে এগিয়ে দেন লাওতেরো মার্টিনেজ।

আরও পড়ুন

Advertisement

ম্যাচের ৬৮ মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে ফের গোল করেন মার্টিনেজ। ৭৭ মিনিটে ফের দেখা যায় মেসি ম্যাজিক। অ্যাঞ্জেল দি মারিয়ার কাছ থেকে বল পেয়ে চিপ শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান মেসি। ৪-১ ব্যবধানে ম্যাচ শেষ করে বিশ্বচ্যাম্পিয়নরা। 

Advertisement