scorecardresearch
 

Michael Vaughan On Jadeja: 'ও সেরা',জাজেদার প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন

ভারতীয় ক্রিকেটারের (Indian Cricket) প্রশংসায় পঞ্চমুখ মাইকেল ভন (Michael Vaughan)। ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট চলাকালীন রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) প্রশংসা করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন। সাধারণভাবে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ভারতীয় দলের সমালোচনা করে থাকেন সোশ্যাল মিডিয়ায়, আর এবার দেখা গেল একেবারে উল্টো চিত্র। 

Advertisement
জাদেজা জাদেজা

ভারতীয় ক্রিকেটারের (Indian Cricket) প্রশংসায় পঞ্চমুখ মাইকেল ভন (Michael Vaughan)। ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট চলাকালীন রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) প্রশংসা করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন। সাধারণভাবে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ভারতীয় দলের সমালোচনা করে থাকেন সোশ্যাল মিডিয়ায়, আর এবার দেখা গেল একেবারে উল্টো চিত্র। 

টসে জিতে ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস (Ben Stokes) ব্যাট করার সিদ্ধান্ত নেন। ইংল্যান্ডকে ২৪৬ রানে আটকে রাখার পর প্রথম ইনিংসে চালকের আসনে ভারত (Team India)। বল হাতে একাই তিন উইকেট তুলে নেন ভারতের তারকা অলরাউন্ডার। ব্যাট হাতেও দারুণ ছন্দে এই অলরাউন্ডার। দ্বিতীয় দিনের শেষে অপরাজিত থাকলেন ৮১ রান করে। প্রথম ইনিংসে শুরু থেকেই দারুণ ব্যাটিং করে ভারত। তরুণ জয়সওয়াল প্রথম থেকে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। তারপর কেএল রাহুল ৮৬ রানের মূল্যবান ইনিংস খেলে যান। 

ইংল্যান্ডের ব্যাটিংয়ের এই অবস্থা দেখে স্যোশাল মিডিয়ায় সরব বলেন প্রাক্তন তারকা মাইকেল ভন। উল্লেখ্য, এখনও পর্যন্ত ব্যাটিং করে চলেছেন জাদেজা। কেএল রাহুল আউট হবার পর তিনি একাই সামলে রেখেছেন ভারতের ব্যাটিং। ইংলিশ বোলারদের কোনোমতেই ম্যাচে জাঁকিয়ে বসার সুযোগ দিচ্ছেন না তিনি। তাঁকে আপাতত সঙ্গ দিয়ে যাচ্ছেন অক্ষর প্যাটেল।জাদেজার ব্যাটিং দেখে মুগ্ধ মাইকেল ভন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি জাদেজার ভূয়সী প্রশংসা করেছেন। তাঁকে এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডারের আখ্যা দিয়েছেন।

দ্বিতীয় দিনের শেষে সাত উইকেট হারিয়ে ৪২১ রান করেছে ভারতীয় দল। তিন উইকেট হাতে নিয়ে ১৭৫ রানে এগিয়ে ভারতীয় দল। এখন দেখার, কত রানের লিড নিয়ে ভারতীয় দল ডিক্লেয়ার করবে বা কত রানের লিড নেবে। ভারতীয় দলের লক্ষ্য থাকবে বেশি রানে লিড নিয়ে নেওয়া যাতে চতুর্থ ইনিংসে আর ভারতীয় দলকে ব্যাটই করতে না হয়। কারণ হায়দরাবাদের পিচের যা অবস্থা তাতে চতুর্থ ইনিংসে বেশি রান করা সম্ভব হবে না। 

আরও পড়ুন

Advertisement

Advertisement