scorecardresearch
 

IPL 2022: কোভিড আক্রান্ত দিল্লির ক্রিকেটারকে ভর্তি করা হল হাসপাতালে

দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে জানান হয়, "মার্শের শরীরে করোনার কিছু উপসর্গ রয়েছে। সিটি ভ্যালু ১৭। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের চিকিৎসকরাও তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।" 

Advertisement
মিশেল মার্শ মিশেল মার্শ
হাইলাইটস
  • হাসপাতালে ভর্তি মার্শ
  • কোয়ারেন্টাইনে পান্তরা

আবারও ধাক্কা দিল্লি ক‍্যাপিটালস (Delhi Capitals) শিবিরে। করোনায় (Corona) এক ক্রিকেটারের আক্রান্ত হওয়ার খবর আগেই পাওয়া গিয়েছিল। তবে কে আক্রান্ত হয়েছেন তা বোঝা যাচ্ছিল না। দিল্লির করা টুইট থেকেই জানা গেল তাঁর নাম। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শ (Mitchell Marsh) আক্রান্ত হয়েছেন করোনায়। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সোমবার রাতে এমনটাই জানান হল দিল্লি ক‍্যাপিটালসের পক্ষ থেকে। এছাড়াও দিল্লির পক্ষ থেকে জানান হয়েছে, 'দিল্লি দলের বেশ কিছু সদস‍্য করোনায় আক্রান্ত। করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং তারা কোয়ারেন্টাইনে রয়েছেন।' 

জানা যাচ্ছে, সোমবারের আরটি-পিসিআর পরীক্ষায় রিপোর্ট পজেটিভ এসেছে তাদের। তবে দিল্লির বাকি ক্রিকেটারদের করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। 

দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে জানান হয়, "মার্শের শরীরে করোনার কিছু উপসর্গ রয়েছে। সিটি ভ্যালু ১৭। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের চিকিৎসকরাও তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।" 

ইতিমধ্যেই ঋষভ পান্তদের হোটেলের ঘরের বাইরে বেরোতে বারন করা হয়েছে। মঙ্গলবার ফের একবার তাঁদের আরটিপিসিআর পরীক্ষা হবে। সেই পরীক্ষার ফলাফল দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। তবে এই পরিস্থিতিতে বুধবার দিল্লি-পাঞ্জাব ম্যাচ হওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চিয়তা। অনিশ্চয়তা তৈরি হয়েছে আইপিএল নিয়েও। গত মরশুমেও ভারতেই শুরু হয়েছিল আইপিএল। মাঝপথে বিভিন্ন দলের ক্রিকেটার ও সদস্যদের করোনা ধরা পড়ায় স্থগিত করে দিতে হয় এই টুর্নামেন্ট। পরবর্তী পর্ব অনুষ্ঠিত হয় সংযুক্ত আবর আমিরশাহীতে। 

Advertisement

কোভিডের কারণেই এবার বিভিন্ন শহরে আইপিএল না করে মহারাষ্ট্রে আইপিএল-এর লিগের ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।   

Advertisement