গত বছর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলেও তৃতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙ্গে যায় ভারতের। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ফাইনালে ভারতীয় ব্যাটসম্যানদের স্লো পিচে সমস্যায় পড়তে দেখা গেছে। ফলস্বরূপ, ভারতীয় দল মাত্র ২৪০ রান করে। এরপর ৪২ বল বাকি থাকতে ২৪১ রানের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। সেই ম্যাচের পিচ নিয়েই এবার রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়দের বিঁধলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।
টানা তিন দিন পিচ দেখতে গেলেন দ্রাবিড়-রোহিত: কাইফ
সেই বিশ্বকাপ ফাইনালে হৃদয় বিদারক হারের কথা এখনও ভুলতে পারেননি ভারতীয় ভক্তরা। এবার টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মহম্মদ কাইফ বিশ্বকাপের ফাইনাল নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। কাইফ দাবি করেছেন যে বিশ্বকাপের ফাইনালের পিচ কিউরেটররা পিচ টেম্পার করেছিলেন। যাতে হোম টিম অর্থাৎ ভারত সুবিধা পায়। কাইফ বলেছেন যে প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত টানা তিন দিন পিচ পরিদর্শনে গিয়েছিলেন। কাইফ বলেছেন যে তিনি পিচের রঙ পরিবর্তন হতে দেখেছেন। হারের জন্য এভাবেই দলের হেডকোচ রাহুল দ্রাবিড় ও ক্যাপ্টেন রোহিত শর্মাকে কাঠগড়ায় তুলেছেন কাইফ।
কাইফ লালনটপকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'আমি সেখানে তিন দিন ছিলাম। রোহিত শর্মা এবং দ্রাবিড় দুজনেই সন্ধ্যায় এসেছিলেন। পিচে গেলেন, ঘোরাঘুরি করলেন, দেখলেন কেমন পিচ। টানা ৩ দিন এ ঘটনা ঘটেছে। আমি পিচের রঙ বদলাতে দেখেছি, কামিন্স আছে, স্টার্ক আছে, তাদের ফাস্ট বোলিং আছে, তাই তাদের স্লো পিচে খেলতে দেবেন না। এটাই ছিল রণকৌশল। তবে তা বুমেরাং হয়।'
কাইফ বলেছেন, 'অনেকে বলে যে কিউরেটররা তাদের কাজ করে এবং আমরা প্রভাবিত করি না- এটি আজেবাজে কথা। পিচের চারপাশে হাঁটার সময় বলা হয় 'দয়া করে জল দেবেন না, শুধু ঘাস কাটুন। এটি ঘটে। এটি সত্য এবং এটি করা উচিত। আপনি ঘরের মাঠে খেলছেন। তার সুবিধা নেবেন না?'