scorecardresearch
 

Mohammed Shami: 'আর কী করতে পারি...', পারফর্ম করেও দলের সিদ্ধান্তে হতাশ শামি

মহম্মদ শামি (Mohammed Shami) চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে। তবে আশার কথা, রিহ্যাব করছেন এই পেসার। নেটে বোলিং শুরু করলেও আগের সেই ছন্দ ফিরে পেতে এখনও বেশ খানিকটা সময় লাগবে তাঁর। সেই চোট সারানোর পাশাপাশি শামি ফিরে যাচ্ছেন অতীতে। কিছু সিদ্ধান্তের যুক্তিগ্রাহ্য কারণ এখনও খুঁজে পান না শামি।  ২০১৯ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে ডাগ আউটে বসিয়ে রাখা হয়েছিল। সেই সিদ্ধান্তে এখনও তিনি বিভ্রান্ত। এক ইউটিউব শোয়ে শামি সেই পুরনো অধ্যায় তুলে ধরেছেন।

Advertisement

মহম্মদ শামি (Mohammed Shami) চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে। তবে আশার কথা, রিহ্যাব করছেন এই পেসার। নেটে বোলিং শুরু করলেও আগের সেই ছন্দ ফিরে পেতে এখনও বেশ খানিকটা সময় লাগবে তাঁর। সেই চোট সারানোর পাশাপাশি শামি ফিরে যাচ্ছেন অতীতে। কিছু সিদ্ধান্তের যুক্তিগ্রাহ্য কারণ এখনও খুঁজে পান না শামি।  ২০১৯ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে ডাগ আউটে বসিয়ে রাখা হয়েছিল। সেই সিদ্ধান্তে এখনও তিনি বিভ্রান্ত। এক ইউটিউব শোয়ে শামি সেই পুরনো অধ্যায় তুলে ধরেছেন।

স্মৃতি রোমন্থন করে বাংলার পেসার বলছেন, '২০১৯ সালের বিশ্বকাপে আমি প্রথম ৪-৫টা ম্যাচ খেলিনি। আমি হ্যাটট্রিক করে বিশ্বকাপ শুরু করি। পাঁচ উইকেট দখল করি, পরের ম্যাচে আবার চারটি উইকেট নিই। ২০২৩ সালেও একই ঘটনা ঘটে। প্রথম কয়েকটি ম্যাচে আমি খেলিনি। পাঁচটি উইকেট নেওয়ার পরের ম্যাচে চারটি উইকেট এবং পরের ম্যাচে পাঁচটি উইকেট দখল করি। তিন ম্যাচেচ ১৩টি উইকেট পেয়েছি। এর থেকে বেশি আর কী প্রত্যাশা করা যায় আমার থেকে?' 

২০২৩ বিশ্বকাপেও দারুণ ছন্দে ছিলেন শামি। সাত ম্যাচ খেলে নিয়েছেন ২৪টি উইকেট। তবে ২০১৯ বিশ্বকাপের ঘটনা নিয়ে এখনও ক্ষোভ যায়নি তারকা পেসারের। আমার কোনও প্রশ্ন নেই, উত্তরও জানা নেই। সুযোগ পেলে আমি নিজেকে প্রমাণ করতে পারি। আমাকে সুযোগ দেওয়া হয়েছিল, তিনটি ম্যাচে আমি নেমেছিলাম, ১৩টি উইকেট নিয়েছিলাম। নিউজিল্যান্ডের কাছে আমরা হেরে যাই। মোট চারটি ম্যাচ খেলে ১৪টি উইকেট সংগ্রহ করেছিলাম। ২০২৩ সালের বিশ্বকাপে সাতটি ম্যাচে ২৪টি উইকেট নিই।'     

ভারতীয় দল দুই ক্ষেত্রেই বিশ্বকাপ জিততে পারেনি। ২০১৯ সালে সেমি ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারত বিদায় নেয়। সেই সময় টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি। আর ২০২৩ বিশ্বকাপে ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ওঠে। তবে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্ন শেষ হয়। 

Advertisement

Advertisement