আই লিগ (I League) চ্যাম্পিয়ন হয়ে আইএসএল-এ (ISL) নিজেদের জায়গা পাকা করে ফেলেছে মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। তবে আইএসএল-এ খেলতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। সেই অর্থ কীভাবে আসবে তা নিয়ে বেশ চিন্তায় ছিলেন সাদা-কালো সদস্য সমর্থকরা। জানা যাচ্ছে, এই সমস্যার সমাধান করে ফেলেছেন মহামেডান কর্তারা। তবে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ায় বিরাট পুরস্কার পাচ্ছেন দলের ফুটবলার থেকে শুরু করে সাপোর্ট স্টাফরা।
কত টাকা পুরস্কার দিচ্ছে ক্লাব?
আই লিগ চ্যাম্পিয়ন হওয়ায় এআইএফএফ যে পুরস্কার মূল্য তুলে দেবে ক্লাবের হাতে তাতে তার ৫০ শতাংশ তুলে দেওয়া হবে ফুটবলারদের হাতে। তবে এখানেই শেষ নয়, আন্দ্রে চেরনিশভের ছেলেদের হাতে শেষ ম্যাচের পর আরও ২৫ লক্ষ টাকা তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন মহামেডানের লগ্নিকারি সংস্থা বাঙ্কারহিলের কর্তারা।
কীভাবে আসবে টাকা?
এদিন ক্লাবের ৫১ শতাংশ শেয়ার ছিল লগ্নিকারি সংস্থা বাঙ্কারহিলের। এবার সেই শেয়ার বেড়ে ৬১ শতাংশ করা হতে পারে। এই বাকি ১০ শতাংশ শেয়ার কো স্পন্সরদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হবে বলে শোনা যাচ্ছে মোহামেডান ক্লাবের পক্ষ থেকে। আজ সোমবার আইএসএল-এ দলের খেলা নিয়ে বৈঠকে বসতে চলেছেন ক্লাব কর্তা ও লগ্নিকারি সংস্থা। তারপরেই পুরো ব্যাপারটা পরিস্কার হবে বলে জানা যাচ্ছে।
গত বছর স্পেন সফর থেকে ফেরার সময় দুবাইয়ে বাণিজ্যিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী লুলু গ্রুপকে মহমেডান স্পোর্টিং ক্লাবের লগ্নিকারী হতে অনুরোধ করেছিলেন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সচিব ইস্তেয়াক রাজু আহমেদ। তিনিও মুখ্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে ছিলেন। কথা হয়েছিল কলকাতায় অনুষ্ঠিত বাণিজ্য সম্মেলনে যোগ দিতে এসে লুলু গ্রুপ কলকাতার ক্লাবে লগ্নিকারী করার বিষয়টি চূড়ান্ত করবে। কিন্তু সময় গড়ানোর পরে দেখা গিয়েছে দুবাইরের পুরো বিষয়টি ছিল নিছকই কথার কথা। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মহমেডান স্পোর্টিং ক্লাবকে জানিয়েছেন লুলু গ্রুপের অনিচ্ছার কথা। যদিও আশ্বাস দিয়েছেন তিনি উদ্যোগ নেবেন এবং পাশে থাকবেন।