scorecardresearch
 

Mohun Bagan Club: আনোয়ার ইস্যুতে বিরোধ, মোহনবাগানে আর ঢুকতেই পারবেন না এই কর্তা!

আনোয়ার আলির ট্রান্সফার নিয়ে সরগরম কলকাতা ময়দান। মঙ্গলবারই আনোয়ারের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটি। আর সেই সিদ্ধান্ত থেকে স্পষ্ট, আনোয়ার ইস্যুতে জয় হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের। আর তারপরেই দিল্লি এফসি কর্ণধার রঞ্জিত বাজাজকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল মোহনবাগান ক্লাব। নিয়ম না মেনে আনোয়ারকে সই করানোয় আর্থিক জরিমানা হয়েছে ইস্টবেঙ্গল ও আনোয়ারের। ট্রান্সফার ব্যান করা হয়েছে দিল্লি এফসি ও ইস্টবেঙ্গলের। এই লড়াইয়ে জেতার পর এবার রঞ্জিত বাজাজকে নিয়ে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিতে চলেছে মোহনবাগান ক্লাব।

Advertisement
মোহনবাগানে দেবাশিস দত্ত মোহনবাগানে দেবাশিস দত্ত

আনোয়ার আলির ট্রান্সফার নিয়ে সরগরম কলকাতা ময়দান। মঙ্গলবারই আনোয়ারের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটি। আর সেই সিদ্ধান্ত থেকে স্পষ্ট, আনোয়ার ইস্যুতে জয় হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের। আর তারপরেই দিল্লি এফসি কর্ণধার রঞ্জিত বাজাজকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল মোহনবাগান ক্লাব। নিয়ম না মেনে আনোয়ারকে সই করানোয় আর্থিক জরিমানা হয়েছে ইস্টবেঙ্গল ও আনোয়ারের। ট্রান্সফার ব্যান করা হয়েছে দিল্লি এফসি ও ইস্টবেঙ্গলের। এই লড়াইয়ে জেতার পর এবার রঞ্জিত বাজাজকে নিয়ে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিতে চলেছে মোহনবাগান ক্লাব।

কী ব্যবস্থা নিতে চলেছে মোহনবাগান?
ক্লাবে বাজাজে ব্যান করতে পারে মোহনবাগান। অভিযোগ, তাঁর পরামর্শেই মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে সই করেছিলেন আনোয়ার। এ বার সেই বাজাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চায় মোহনবাগান। তাঁর বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। আনোয়ার আলির বিষয়ে সাংবাদিক বৈঠকে সচিব দেবাশিস দত্ত বলেন, ‘কর্মসমিতিতে আমি প্রস্তাব রাখব, রঞ্জিত বাজাজকে যেন মোহনবাগান ক্লাবে বা ক্লাবের কোনও অনুষ্ঠানে ঢোকার অনুমতি না দেওয়া হয়।’

'আগেও এমন কাজ করেছেন বাজাজ...'

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘কাজটা যে অন্যায় হয়েছিল, সেটাই প্রমাণিত হল। ইস্টবেঙ্গল এমন অনৈতিক কাজ অতীতেও করেছে। ভুল থেকে শিক্ষা নেয়নি। আনোয়ারও নিশ্চয়ই বুঝবে, ও কত বড় ভুল করেছে। আনোয়ারের ভবিষ্যৎ যাতে ভালো হয়, সেই কামনা করি।’ আনোয়ার আলিকে চার মাসের জন্য ব্যান করা হয়েছে। ফলে আনোয়ার আগামী চার মাস ফুটবল খেলতে পারবেন না। এখনও লাল হলুদের জার্সি গায়ে তিনি ম্যাচে নামেননি। ফলে এই পর্বটা তাঁর কাছে একটা বড় ধাক্কা।

মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে ISL-এ গত মরশুমে আনোয়ার আলি ১৬টি ম্যাচ খেলেন। একটি গোলের ক্ষেত্রে পাসও বাড়িয়েছিলেন তিনি। গোলের সুযোগ তৈরি করেছিলেন ৯টি। তবে সবুজ মেরুন জার্সিতে তাঁর গোল নেই ISL-এ। ISL-এর আনোয়ার মোট ৪৬টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১টি ও গোলের জন্য বল বাড়িয়েছেন ৪টি।

Advertisement

Advertisement