scorecardresearch
 

Mohun Bagan Coach: হাবাস না থাকলে বিকল্প কে? মোহনবাগানের কোচ নিয়ে বড় আপডেট

অন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) যদি মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) কোচ না থাকেন তবে কি সের্জিও লোবেরাকে (Sergio Lobera) সবুজ-মেরুন কোচের ভূমিকায় দেখা যাবে? এ নিয়ে ময়দানে জোর গুঞ্জন শুরু হয়েছে। তবে এখনই এ ব্যাপারে তাড়াহুড়ো করতে নারাজ মোহনবাগান সুপার জায়েন্ট কর্তারা। হাবাসের সঙ্গে চুক্তি শেষ হওয়া এবং ফাইন্যালের আগে তাঁর প্রেস কনফারেন্সে করা মন্তব্য সেই জল্পনা আরও বাড়িয়েছে সে ব্যাপারে সন্দেহ নেই।

Advertisement
মোহনবাগান দল ও হাবাস মোহনবাগান দল ও হাবাস

অন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) যদি মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) কোচ না থাকেন তবে কি সের্জিও লোবেরাকে (Sergio Lobera) সবুজ-মেরুন কোচের ভূমিকায় দেখা যাবে? এ নিয়ে ময়দানে জোর গুঞ্জন শুরু হয়েছে। তবে এখনই এ ব্যাপারে তাড়াহুড়ো করতে নারাজ মোহনবাগান সুপার জায়েন্ট কর্তারা। হাবাসের সঙ্গে চুক্তি শেষ হওয়া এবং ফাইন্যালের আগে তাঁর প্রেস কনফারেন্সে করা মন্তব্য সেই জল্পনা আরও বাড়িয়েছে সে ব্যাপারে সন্দেহ নেই। 

সূত্রের খবর, মোহনবাগান সুপার জায়েন্টের প্রথম পছন্দ হাবাসই। যদি বয়সের কারণে তিনি কোচিং করাতে না চান তবেই বিকল্প নাম নিয়ে আলোচনা করবে সবুজ- মেরুন টিম ম্যানেজমেন্ট। অনেকের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হলেও, লোবেরাকে কোনও প্রস্তাব দেওয়া হয়নি। উল্টে ওড়িশা এফসির সঙ্গে চুক্তি না বাড়ায়, লোবেরার এজেন্টই বিভিন্ন ক্লাবে তাঁর জীবনপঞ্জী জমা দিয়েছেন। ফলে এখনই লোবেরার ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। 

আইএসএল ফাইন্যালের আগে হাবাস জানিয়েছিলেন,  ‘আমার কোচিং কেরিয়ারের এটা শেষ পর্ব চলছে। এগুলিই শেষ কয়েকটি মুহূর্ত হয়ে উঠতে চলেছে। আমার জন্য এটা অত্যন্ত গর্বের মুহূর্ত।’ এরপর থেকেই গুঞ্জন শুরু হয়ে যায় তাঁর সবুজ-মেরুন শিবিরে থাকা নিয়ে।

আরও পড়ুন

শনিবার ইনস্টাগ্রামে ফের নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মোহনবাগান হেড কোচ। হাবাস লেখেন, ' গতকাল প্রেস কনফারেন্সে আমার বক্তব্য শুনে অনেকেই ভাবছেন এটাই হয়ত আমার মোহনবাগানের হয়ে শেষ ম্যাচ। তবে তেমনটা একেবারেই নয়। ক্লাবের সঙ্গে আমার পরের মরসুমের পরিকল্পনা নিয়ে কথাবার্তা হয়েছে।' 

গুঞ্জন শোনা গিয়েছিল, ভারতীয় দলের কোচ হতে চাইছেন হাবাস। তবে তা হবে কিনা সেটা সময়ই বলবে। এখনও পর্যন্ত তেমন সম্ভাবনার কথা শোনা যায়নি। তবে ফাইনাল ম্যাচের পর হাবাসের সঙ্গে বেশ কিছুটা সময় কথা বলেছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। এর ফলেই তাঁর ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। 

Advertisement

Advertisement