scorecardresearch
 

Mohun Bagan: 'ট্রফি রাখা হোক ক্লাবে', সভায় দাবি মোহনবাগান সদস্যের

শনিবার মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় ক্ষোভ প্রকাশ করলেন ক্লাবের এক সদস্য। গত মরসুমে আইএসএল-এর ট্রফি জিতলেও সেই ট্রফি ক্লাবে খুব বেশিদিন রাখা হয়নি। সেই ট্রফির জায়গা হয়েছে সঞ্জীব গোয়েঙ্কার অফিসে। তা নিয়েই ক্ষোভ জানালেন সঞ্জীব মুখোপাধ্যায় নামের এক সদস্য। তাঁর দাবি আরও বেশিদিন ক্লাবে ট্রফি রাখতে হবে। সেই ব্যাপারে মোহনবাগান কর্তারা যেন পদক্ষেপ নেন। 

Advertisement
আইএসএল ট্রফি নিয়ে মোহনবাগান দল আইএসএল ট্রফি নিয়ে মোহনবাগান দল
হাইলাইটস
  • ট্রফি না থাকায় ক্ষোভ মোহনবাগান ফ্যানের
  • বিধাননগর কমিশনারেটকেও চিঠি দিচ্ছে মোহনবাগান

শনিবার মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় ক্ষোভ প্রকাশ করলেন ক্লাবের এক সদস্য। গত মরসুমে আইএসএল-এর ট্রফি জিতলেও সেই ট্রফি ক্লাবে খুব বেশিদিন রাখা হয়নি। সেই ট্রফির জায়গা হয়েছে সঞ্জীব গোয়েঙ্কার অফিসে। তা নিয়েই ক্ষোভ জানালেন সঞ্জীব মুখোপাধ্যায় নামের এক সদস্য। তাঁর দাবি আরও বেশিদিন ক্লাবে ট্রফি রাখতে হবে। সেই ব্যাপারে মোহনবাগান কর্তারা যেন পদক্ষেপ নেন। 

অভিযোগ শুনে মোহনবাগান সচিব বলেন, এই বিষয়ে লিখিত আকারে সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjeev Goenka) চিঠি দিচ্ছেন তাঁরা। মোহনবাগান সচিব বলেন, 'সভ্যদের একটা দাবি রয়েছে, কোনও প্রতিযোগিতা জিতলে আমরা যে ট্রফিটা পাব সেইটা যেন আমাদের ক্লাব টেন্টেই থাকে। আইএসএল ট্রফিটার প্রসঙ্গও এসেছে। আমি ওঁদের এই আবেগের বিষয়টা মিস্টার গোয়েঙ্কাকে জানাব। শুধু আইএসএল ট্রফি নয়, যে কোনও ট্রফি জিতি সেই ট্রফি অন্তত কিছুদিনের জন্য যাতে রাখা যায়। আশা করি উনি বুঝতে পারবেন।' সুপার কাপ জেতার পর ইস্টবেঙ্গল সমর্থকরা সেই ট্রফি নিয়ে আনন্দ করেছিলেন। আর সেই সময়েই বিদ্রুপ উড়ে আসে মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে। তাঁরা বলেন, মোহনবাগান ট্রফি জিতলে তা ক্লাবে থাকে না। ইস্টবেঙ্গলের ট্রফি ক্লাবেই থাকে। সেই কারণেই হয়ত ক্ষোভ জমতে শুরু করেছিল মোহনবাগান সমর্থকদের মধ্যে। তারই বহিঃপ্রকাশ হল শনিবার।  

শনিবারের এই সভায় উপস্থিত ছিলেন, কর্মসমিতির অন্য সদস্যরা। তবে এই সভায় ছিলেন না সভাপতি স্বপন সাধন বসু। সভাপতির অনুপস্থিতির কারণ হিসাবে সচিব বলেন, 'সভাপতি খুবই অসুস্থ, তাই আজ আসতে পারেননি।' সচিব এদিন জানিয়ে দেন, সমর্থকদের জন্য অ্যাপ আনছেন তাঁরা। তিনি বলেন, 'মোহনবাগান অ্যাপ নিয়ে কাজ চলছে। দ্রুত বাজারে আসবে।' 

আরও পড়ুন

তুলে ধরা হবে সংগ্রহশালা। যার কাজ দ্রুত শুরু করতে চায় মোহনবাগান। স্থান ঠিক করা হয়ে গিয়েছে। একটি কমিটিও গঠন করা হয়েছে। সমর্থকরা খেলা দেখতে গিয়ে পুলিশি চেকিংয়ের নামে হয়রানির মুখোমুখি হতে হয়। এ নিয়েও, বিধাননগর পুলিশের সঙ্গে কথা বলা হবে ক্লাবের পক্ষ থেকে। 

Advertisement

Advertisement