scorecardresearch
 

Mohun Bagan: রাজ বাস্ফোরের জোড়া গোল, কলকাতা লিগের আগে বড় জয় মোহনবাগানের

কলকাতা লিগের (Kolkata League) আগে দারুণ ছন্দে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। অনুশীলন ম্যাচে ভাল খেলে জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড। নৈহাটির মাঠে বিএসএস-এর বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচের শুরু থেকেই গোল তুলে নেওয়ার চেষ্টা করেছিল দেগি কার্ডোজোর দল। বিএসএস-এর বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে মোহনবাগান। শনিবারের ম্যাচে গোল করেন রাজ বাস্ফোর। তাঁর করা দুই গোলেই জয় নিশ্চিত করেছে মোহনবাগান সুপার জায়ান্ট।

Advertisement
মোহনবাগান মোহনবাগান

কলকাতা লিগের (Kolkata League) আগে দারুণ ছন্দে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। অনুশীলন ম্যাচে ভাল খেলে জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড। নৈহাটির মাঠে বিএসএস-এর বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচের শুরু থেকেই গোল তুলে নেওয়ার চেষ্টা করেছিল দেগি কার্ডোজোর দল। বিএসএস-এর বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে মোহনবাগান। শনিবারের ম্যাচে গোল করেন রাজ বাস্ফোর। তাঁর করা দুই গোলেই জয় নিশ্চিত করেছে মোহনবাগান সুপার জায়ান্ট।

দারুণ জয় পেল মোহনবাগান

কলকাতা ফুটবল লিগ শুরু হওয়ার আগে আগে রিজার্ভ দলের ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছিলেন নব নিযুক্ত কোচ দেগি কার্ডোজো। বাস্তব রায়ের জায়গায় আসন্ন মরসুমে তিনিই মোহনবাগানের রিজার্ভ দলের দায়িত্বে। গত মরসুমে কলকাতা লিগ ট্রফি অধরা থাকলেও ক্লাবের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল নামাবে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই শুরু হয়েছে অনুশীলন ও প্র্যাকটিস ম্যাচ। বিএসএস-এর বিরুদ্ধে কয়েক জন নামী ফুটবলারকে মাঠের বাইরে রেখেই দল নামিয়েছিলেন দেগি। শুরু থেকেই ডান প্রান্ত বরাবর একাধিক আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেছিল সবুজ মেরুন ব্রিগেড।

কলকাতা লিগ জয়ের লক্ষ্যে মোহনবাগান

আর কয়েক দিন পর থেকেই শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ। কলকাতা ফুটবল মরশুমের প্রথম ডার্বি হতে চলেছে ১৩ জুলাই। সেদিন যুবভারতীতে খেলবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সিএফএল ২০২৪-কে হালকাভাবে নিতে চাইছে না মোহনবাগান সুপার জায়ান্ট। বরং মরসুমের শুরু থেকেই ভাল ফলাফল করার ব্যাপারে আশাবাদী ক্লাব।

সেই লক্ষ্য নিয়েই শুরু হয়েছে অনুশীলন। বাগানের গতবারের রিজার্ভ দল বেশ সাড়া জাগিয়েছিল। কলকাতা ফুটবল লিগ ২০২৩ ও ডুরান্ড কাপ ২০২৩-এ উঠতি ফুটবলারদের ওপর অনেকটা আস্থা রেখেছিল মোহনবাগান। এবারেও তার ব্যতিক্রম হবে না। সবুজ মেরুন ক্লাবের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে উঠতি ফুটবলারদের ওপর আস্থা রাখা হলেও কলকাতা ফুটবল লিগকে একেবারেই হালকাভাবে দেখা হচ্ছে না।

Advertisement

 

Advertisement