scorecardresearch
 

Mohun Bagan VS Hyderabad FC: ISL-এ ছন্দে মোহনবাগান, হায়দরাবাদকে হারিয়ে নজির সবুজ-মেরুনের

এএফসি কাপ (AFC Cup) থেকে বিদায় নিলেও, আইএসএল-এ (ISL) দারুণ ছন্দ বজায় রাখল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। ওড়িশার মাটিতে হায়দরাবাদের বিরুদ্ধে টানা পঞ্চম ম্যাচ জিতে রেকর্ড গড়ে ফেলল সবুজ-মেরুন ব্রিগেড। ২-০ গোলে হায়দরাবাদকে হারাল তাঁরা। এই মরশুমে প্রথম ৫ ম্যাচের পাঁচটিতেই জিতল মোহনবাগান। এর আগে আইএসএল-এ এমন নজির গড়তে পারেনি কোনও দলই।

Advertisement
ব্রেন্ডন হামিল ব্রেন্ডন হামিল

এএফসি কাপ (AFC Cup) থেকে বিদায় নিলেও, আইএসএল-এ (ISL) দারুণ ছন্দ বজায় রাখল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। ওড়িশার মাটিতে হায়দরাবাদের বিরুদ্ধে টানা পঞ্চম ম্যাচ জিতে রেকর্ড গড়ে ফেলল সবুজ-মেরুন ব্রিগেড। ২-০ গোলে হায়দরাবাদকে হারাল তাঁরা। এই মরশুমে প্রথম ৫ ম্যাচের পাঁচটিতেই জিতল মোহনবাগান। এর আগে আইএসএল-এ এমন নজির গড়তে পারেনি কোনও দলই।

পয়েন্ট তালিকায় লাস্ট বয়ের বিরুদ্ধে শুরুটাও ভাল করেছিল জুয়ান ফেরান্দোর ছেলেরা। বলা ভাল গোটা ম্যাচেই দাপট দেখায় মোহনবাগান। ১৫ মিনিটের মাথাতেই গোলের সুযোগ চলে এসেছিল। সাহাল আবদুল সামাদের ক্রস থেকে শট নেন জেসন কামিন্স। তবে তা গোলে যাওয়ার আগেই সেভ করেন গোলরক্ষক গুরমীত সিং। ফিরতি বল গোলে রাখতে পারেননি কিয়ান নাসিরি। খেলার ২৮ মিনিটে হায়দরাবাদ বক্সের বাইরে ফ্রি কিক পায় পেলেও গোল আসেনি। লিস্টন কোলাসোর শট বারে লেগে বেরিয়ে যায়। 

সবুজ-মেরুন আক্রমণে চাপে পড়ে হায়দরাবাদ। একের পর এক সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারছিলেন না কামিন্স, কিয়ানরা। এর মধ্যেই সুযোগ তৈরি করে হায়দরাবাদও। জো নোলসের মাটি ঘেঁষা শট অল্পের জন্য বাইরে বেরিয়ে যায়। প্রথমার্ধে গোল আসেনি। গোলের জন্য ৮৫ মিনিট অবধি অপেক্ষা করতে হয় মোহনবাগানকে। ডিফেন্স চেরা পাস ধরে ডান পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন ব্রেন্ডন হামিল। সবুজ-মেরুন জার্সিতে এই প্রথম গোল করলেন তিনি।

শেষ দিকে মাঠের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল। বেশ কয়েক বার ঝামেলায় জড়ান দু’দলের ফুটবলারেরা। খেলার সংযুক্তি সময় দেওয়া হয় ৮ মিনিট। এগিয়ে গেলেও আক্রমণ থামায়নি বাগান। ৯৬ মিনিটের মাথায় শুভাশিস বসুর ক্রস থেকে শট মারেন বুমোস। সেই বল গুরমীত বাঁচিয়ে দিলেও ফিরতি বলে আশিসের শট বাঁচাতে পারেননি তিনি। ২-০ এগিয়ে য়ায় বাগান। সেখান থেকে আর ফেরার সুযোগ ছিল না হায়দরাবাদের। হেরে মাঠ ছাড়ে তারা। 

আরও পড়ুন

Advertisement

Advertisement