পরের ম্যাচেই ফিরতে পারেন আনোয়ার আলি ও আশিস রাই। শুধু তাই নয়, ডার্বি ম্যাচে ব্রেন্ডন হ্যামিল ও দীপক টাংরিও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। তাঁদের দলে ফেরা যে মোহনবাগানকে আরও শক্তিশালী করে তুলবে তা আশা করাই যায়। এমনিতেই আইএসএল-এ চার ম্যাচ পর হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেয়েছে সবুজ-মেরুন। তবে হুগো বুমোসকে কেন তাড়ানো হল তা নিয়ে প্রশ্ন করাতেই রেগে গেলেন মোহনবাগান কোচ।
পরের ম্যাচে হয়ত চার ফুটবলারকেই পেয়ে যাচ্ছে মোহনবাগান। হাবাস বলেন, 'আনোয়ারের প্রত্যাবর্তন চিকিৎসকদের উপর নির্ভর করছে। আশা করছি আগামী ম্যাচে আশিস রাই ফিরতে পারেন। দুটো ম্যাচের মধ্যে আমরা মাত্র তিনদিনই হাতে সময় পেয়েছি। ব্রেন্ডন হ্যামিল এবং দীপক টাংরি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। তবে আশা করছি আগামী ম্যাচে আর্মান্দো সাদিকু এবং লিস্টন কোলাসো কামব্যাক করতে পারে। এফসি গোয়া ম্যাচে আমরা আরও ৪ ফুটবলারকে পাব। এটাই দলের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।'
হুগোকে ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তাঁর বদলে দলে এসেছেন জনি কাউকো। এই প্রসঙ্গে হাবাস বললেন, 'এই সিদ্ধান্তটা একেবারে সহজ ছিল না। যথেষ্ট কঠিন একটা সিদ্ধান্ত। তবে একটা দলের হেড কোচ হিসেবে আমাকে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। দলের স্বার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।'
পাশাপাশি তিনি এও বলেন, 'বেশ কয়েকবছর আগে এমনই একটি সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছিল। ম্যানুয়েল ল্যানজারোতেকে আমি দল থেকে ছাঁটাই করেছিলাম। এবার আমাকে এই টেকনিক্যাল সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। দলে জনি কাউকো এসেছে। ওকে সম্মান জানানো হোক। দিনের শেষে এটা আমারই ব্যক্তিগত সিদ্ধান্ত।'