গ্রেগ স্টুয়ার্টকে (Greg Stewart) নিয়ে অস্বস্তি ছিলই। আর এবার যুক্ত হল, আশিস রাইয়ের (Asish Rai) চোট। সবমিলিয়ে বেশ চাপে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) মালয়েশিয়ার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলির জন্য ভারতীয় দলে ডাক পেয়েছিলেন আশিস। কিন্তু অনুশীলনে চোট পেয়ে ছিটকে যান মোহনবাগান রক্ষণের অন্যতম ভরসা। মঙ্গলবারও তিনি অনুশীলন করতে পারেননি।
আশিসের জায়গায় কে?
শনিবার যুবভারতীতে জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে রক্ষণে আশিসের শূন্যস্থান কী ভাবে পূরণ করবেন তা নিয়েই বেশি চিন্তিত কোচ হোসে মলিনা। এই পরিস্থিতিতে জামশেদপুরের জর্ডান মারে, হাভিয়ের সিভেরিয়োদের আটকাতে তাঁর ভাবনায় রয়েছেন দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। স্টপার হওয়া সত্ত্বেও তাঁকে মঙ্গলবার বিকেলের অনুশীলনে রাইটব্যাক হিসেবে ব্যবহার করলেন।
দীপেন্দুর কড়া ট্যাকলে সামান্য চোটও পান আশিক কুরুনিয়ন। বেঙ্গালুরু এফসি আট ম্যাচ থেকে ১৭ পয়েন্ট অর্জন করে আইএসএল টেবিলের শীর্ষ স্থানে রয়েছে। একটি ম্যাচ কম গেলে দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগানের সংগ্রহে ১৪ পয়েন্ট। যুবভারতীতে শনিবার জিতে শীর্ষ স্থান দখল করার সুযোগ থাকবে জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতসদের সামনে।
এখনও শীর্ষে বেঙ্গালুরু
সাতটি ম্যাচে ১২ পায়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকা জামশেদপুর আগের দু'টি ম্যাচেই হেরেছে। নর্থ ইস্ট ইউনাইটেড ৫-০ চূর্ণ করে। তার পরে ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি-র কাছে হার ১-৫ গোলে। যদিও প্রতিপক্ষকে হাচ্ছা ভাবে নিচ্ছেন না মলিনা। এই কারণেই রণকৌশল ফাঁস হয়ে যা ওয়ার আশঙ্কায় বুধবার থেকে রুদ্ধদ্বার অনুশীলন করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফিলিপিন্সে ছুটি কাটিয়ে ফিরে মঙ্গলবার দলে যোগ দিয়েছেন জেসন কামিংস। জাতীয় দলে থাকায় মনবীর সিং, লিস্টন কোলাসো, বিশাল কাইথ, আপুইয়া-রা বুধবার থেকে অনুশীলন করবেন।