scorecardresearch
 

Mohun Bagan: প্লে অফে মোহনবাগানের ম্যাচ কবে, কাদের বিরুদ্ধে? জেনে নিন সূচি

লিগ শিল্ড জেতা হয়ে গিয়েছে মোহনবাগানের (Mohun Bagan Super Giant)। এবার তাদের লক্ষ্য আইএসএল (ISL) ট্রফি জেতা। সেই লক্ষ্যেই ২৩ এপ্রিল প্রথম ম্যাচে খেলতে নামবে সবুজ-মেরুন। আগামিকাল ওড়িশা এফসি ও কেরল ব্লাস্টার্সের ম্যাচের পর ঠিক হয়ে যাবে মোহনবাগানের বিরুদ্ধে কাদের ম্যাচ হবে। সেই ম্যাচ হবে দুই লেগে। ২৩ এপ্রিল অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে মোহনবাগান। আর ২৮ এপ্রিল ঘরের মাঠে অর্থাৎ যুবভারতীতে ফিরতি লেগের ম্যাচ খেলবে মোহনবাগান।

Advertisement
মোহনবাগান দল মোহনবাগান দল

লিগ শিল্ড জেতা হয়ে গিয়েছে মোহনবাগানের (Mohun Bagan Super Giant)। এবার তাদের লক্ষ্য আইএসএল (ISL) ট্রফি জেতা। সেই লক্ষ্যেই ২৩ এপ্রিল প্রথম ম্যাচে খেলতে নামবে সবুজ-মেরুন। আগামিকাল ওড়িশা এফসি ও কেরল ব্লাস্টার্সের ম্যাচের পর ঠিক হয়ে যাবে মোহনবাগানের বিরুদ্ধে কাদের ম্যাচ হবে। সেই ম্যাচ হবে দুই লেগে। ২৩ এপ্রিল অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে মোহনবাগান। আর ২৮ এপ্রিল ঘরের মাঠে অর্থাৎ যুবভারতীতে ফিরতি লেগের ম্যাচ খেলবে মোহনবাগান।
 
অন্যদিকে ২০ এপ্রিল আরও একটা প্লে অফের ম্যাচে এফসি গোয়া খেলবে চেন্নাইয়েন এফসি-র বিরুদ্ধে। এই ম্যাচের বিজয়ী দল মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে সেমিফাইনালে মুখোমুখি হবে। সেটাও হবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে। মুম্বই ২৪ এপ্রিল অর্থাৎ মোহনবাগানের ম্যাচের পরের দিন খেলতে নামবে। সেটা হবে তাদের অ্যাওয়ে ম্যাচ। এরপর ২৯ এপ্রিল দ্বিতীয় লেগের ম্যাচ হবে মুম্বইতে। ৪ মে অনুষ্ঠিত হবে আইএসএল-এর ফাইনাল। এই ম্যাচ কোথায় হবে তা এখনও জানা যায়নি। তবে লিগ পর্বের শেষ ম্যাচে যুবভারতীতে যে পরিমাণ দর্শক এসেছিলেন তা দেখে খুব খুশি এফএসডিএল কর্তারা। ৬২,০০০ দর্শকের সামনে ফাইনাল ম্যাচ হলে তাতে লাভ হবে তাদেরই তা ভালভাবেই জানেন তাঁরা। তবে তা হতে গেলে মোহনবাগানকে ফাইনাল খেলতে হবে। 

তবে যে ছন্দে ফুটবল খেলছে মোহনবাগান তাতে ফাইনালে যাওয়া খুব বেশি সমস্যা হবে না বলেই মনে করছেন ফ্যানরা। আন্তনিও লোপেজ হাবাস দায়িত্ব নেওয়ার পর, একটাই ম্যাচ হেরেছে তাঁরা। তবে সেই ম্যাচে অসুস্থতার জন্য ডাগ আউটে থাকতে পারেননি সবুজ-মেরুন হেড কোচ। তবে তিনি ফিরে আসতেই ফের বদলে গিয়েছে দলের চিত্র। দাপটের সঙ্গে ম্যাচ বের করে নিয়ে যাচ্ছেন শুভাশিস বসু,মনবীর সিংরা। ফলে একই সঙ্গে লিগ শিল্ড ও ট্রফি জিততে পারলে দারুণ রেকর্ড গড়ে ফেলবে মোহনবাগান। এর আগে কোনও দল একই সঙ্গে দুই ট্রফি পায়নি।   

Advertisement

             

আরও পড়ুন

Advertisement