পরের মরসুমে তিন ফুটবলারকে ছেড়ে দিচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। কিয়ান নাসিরি (Kiyan Nassiri), গ্লেন মার্টিন্স (Glan Martins) ও হামতেকে (Lalrinliana Hnamte) ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। মোহনবাগান দলে কিয়ান খাপ খাওয়াতে পারছেন না বলে সূত্রের খবর। ম্যাচ টাইম চাইলেও এখন দলের যা পরিস্থিতি তাতে কিয়ানকে সুযোগ দেওয়া কিছুটা কঠিন। পাশাপাশি দীর্ঘদিন সুযোগ পাচ্ছেন না হামতে ও গ্লেন।
কিয়ান কোন দলে সই করছেন?
কিয়ান নাসিরি সম্ভবত সই করতে চলেছেন চেন্নাইয়েন এফসিতে (Chennaiyin FC)। তবে হামতে বা গ্লেন কোথায় সই করতে পারেন তা এখনও জানা যায়নি। মোহনবাগান দলে পরের মরসুমেও খুব বেশি বদল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই মরসুমে দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান। সোমবার লিগ শিল্ড জেতার লক্ষ্যে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে আন্তনিও লোপেজ হাবাসের ছেলেরা। এর আগে আইএসএল জিতলেও, লিগ শিল্ড জেতা হয়নি তাদের। আর এবার এই লিগ শিল্ড জিততে পারলে এএফসি কাপেও খেলার ছাড়পত্র পেয়ে যাবে মোহনবাগান। ইস্টবেঙ্গল (East Bengal) সুপার কাপ জিতে এএফসি খেলার যোগ্যতা অর্জন করেছে। এবার বাংলার আরও একটা ক্লাব যদি এএফসি কাপের ছাড়পত্র পায়, তা হলে তা বাংলার ফুটবলার জন্য দারুণ খবর।
কী ভাবে লিগ শিল্ড জিততে পারে মোহনবাগান?
এই মুহূর্তে লিগ শিল্ড জয়ের দৌড়ে রয়েছে মুম্বই সিটি এফসি এবং মোহনবাগান। আগামী ১৫ই এপ্রিল আইএসএলের শেষ ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে রাত সারে সাতটায় মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট এবং মুম্বই সিটি এফসি। এই ম্যাচে মোহনবাগানকে জিততেই হবে। অপরদিকে ড্র করলেই তৃতীয়বারের জন্যে লিগ শিল্ড জয় করবে মুম্বই। এই ম্যাচের টিকিট খুব কম দামে পাওয়া যাবে বলে জানিয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট।
কীভাবে হাতে পাবেন টিকিট?
অনলাইনে আপনি ১৩ এবং ১৪ তারিখ বুক মাই শোয়ের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন। সেই টিকিট আপনি স্টেডিয়ামের ৪ নম্বর গেটের ২ নম্বর বক্স অফিস থেকে পাবেন সকাল ১০:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত। ১৫ তারিখ পাবেন সকাল ১০:৩০ থেকে সন্ধ্যা ৭:৪৫ পর্যন্ত। অফলাইনে আপনি মোহনবাগান ক্লাব থেকে ১৩ এবং ১৫ তারিখ পাবেন সকাল ১০:৩০ থেকে বিকেল ৬:৩০ পর্যন্ত এবং ১৪ তারিখ পাবেন সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত। এছাড়াও আপনি স্টেডিয়ামের ৪ নম্বর গেটের ২ নম্বর বক্স অফিস থেকে ১৩ এবং ১৪ তারিখ অফলাইন টিকিট পাবেন।