আগামিকাল এএফসি কাপের (AFC Cup) প্লে-অফে ম্যাচে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। প্রতিপক্ষ ঢাকা আবাহনী। তবে মোহনবাগান শিবিরে চিন্তা বাড়িয়ে দিয়েছে দুই ফুটবলরের চোট। ম্যাচের আগে শেষদিনের অনুশীলনে আসেননি দিমিত্রি পেত্রাতোস। চোটের জন্য অনিশ্চিত আশিক ক্রুনিয়ানও। শেষ ম্যাচে নেপালের মাছিন্দ্রা এফসিকে ৩-১ গোলে হারিয়েছিল জুয়ান ফেরান্দোর দল।
গত ম্যাচে চোট পেয়েছিলেন আশিক কুরুনিয়ান এবং দিমিত্রি পেত্রাতোস। তাদের বর্তমান অবস্থা কী? জানতে চাওয়া হলে মোহনবাগান সুপার জায়েন্ট কোচ জুয়ান বলেন, 'ওরা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। তবে আগামিকাল ম্যাচে খেলবে কিনা তা এখনই বলা সম্ভব নয়। আমরা অনুশীলনে সব দেখে তারপর সিদ্ধান্ত নেব। তবে ওরা ফিট রয়েছে। আমরা কাজ চালাচ্ছি।' ফুটবলারদের চোটের ক্ষেত্রে ক্লান্তি যে একটা বড় কারণ তা মেনে নিয়েছেন সবুজ-মেরুন কোচ। জুয়ান বলেন, 'একসঙ্গে কলকাতা লিগ, ডুরান্ড কাপ, এএফসি কাপ খেলতে হচ্ছে। এরমধ্যে দিয়েই আমাদের ভালো পারফরম্যান্স করতে হবে।'
আগামিকালের ম্যাচ নিয়ে জুয়ান বলেন, 'আবাহনী ভালো দল। তবে আমরাও তৈরি, আমরা আমাদের সেরা পারফরম্যান্স দেব। জয়ের লক্ষ্যেই নামবে সবুজ-মেরুন ক্লাব।' গত কয়েকদিনের সবচেয়ে জল্পনার বিষয় যেটি ছিল সেটি হল, ঢাকা আবাহনী কিছু খেপের খেলোয়াড়দের নিয়ে মাঠে নামছে। তবে এসব নিয়ে ভাবছেন না বাগান কোচ। এই নিয়ে তিনি বলেন, 'আমি এসব নিয়ে ভাবছি না। ওদের দলে ৯ জন বিদেশি রয়েছে, আমাদেরও ৬ জন বিদেশি রয়েছে। আমরা আমাদের দলের পারফরম্যান্স নিয়ে ভাবতে চাই। নিজেদের সেরাটা দিতে চাই।'
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ। এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে মোহনবাগান সুপার জায়েন্টের ইউটিউব পেজে। তবে ফ্রিতে এই ম্যাচ দেখা যাবে না। প্রতি মাসে এই চ্যানেল সাবস্ক্রাইব করতে হলে দিতে হবে ১৭৯ টাকা।