scorecardresearch
 

Mohun Bagan Transfer News: লিগ শিল্ড জেতান তিন বিদেশিকেই ছাঁটাই! কারা বাদ পড়লেন মোহনবাগান থেকে?

লিগ শিল্ড জেতানো তিন বিদেশি ফুটবলারকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়ে ফেলল মোহনবাগান সুপাজায়েন্ট। আন্তনিও লোপেজ হাবাসের জায়গায় জোসে মোলিনা হেডকোচ হিসেবে যোগ দেওয়ার পরেই এই সিদ্ধান্ত নিল সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। এবারে এএফসি প্রতিযোগিতায় খেলবে মোহনবাগান। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার জাতীয় দলের ফুটবলারকে সই করানোর ব্যাপারে অনেকটাই এগিয়ে গিয়েছে মোহনবাগান। সই করিয়েছে ভারতীয় দলের তারকা আপুইয়াকে সই করিয়েছে তারা। আর এবার মোহনবাগান ছাঁটাই করল জনি কাউকো, হেক্টর উস্তে ও ব্রেন্ডন হ্যামিলকে।

Advertisement
মোহনবাগান দল মোহনবাগান দল

লিগ শিল্ড জেতানো তিন বিদেশি ফুটবলারকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়ে ফেলল মোহনবাগান সুপাজায়েন্ট। আন্তনিও লোপেজ হাবাসের জায়গায় জোসে মোলিনা হেডকোচ হিসেবে যোগ দেওয়ার পরেই এই সিদ্ধান্ত নিল সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। এবারে এএফসি প্রতিযোগিতায় খেলবে মোহনবাগান। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার জাতীয় দলের ফুটবলারকে সই করানোর ব্যাপারে অনেকটাই এগিয়ে গিয়েছে মোহনবাগান। সই করিয়েছে ভারতীয় দলের তারকা আপুইয়াকে সই করিয়েছে তারা। আর এবার মোহনবাগান ছাঁটাই করল জনি কাউকো, হেক্টর উস্তে ও ব্রেন্ডন হ্যামিলকে।

তিনজন হাইপ্রোফাইল বিদেশি জ্যাসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসের পাশাপাশি জেমি ম্যাকলারেনের সঙ্গেও কথাবার্তা প্রায় পাকা বাগানের। অর্থাৎ এখনও দুটি বিদেশির কোটা ফাঁকা রয়েছে। সেই কোটায় আরও একজন ডিফেন্ডার এবং একজন ডিফেন্সিভ ব্লকার নিতে পারেন মোলিনা। মাঝমাঠে কোনও বিদেশিকে খেলাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। সে কারণেই জনি কাউকোকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সবুজ-মেরুন। পাশাপাশি আগেই আরও এক তারকা হুগো বুমোসকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিল তারা। 

স্প্যানিশ ফুটবলার আলবার্তো রদ্রিগেজকে সই করাতে চেষ্টা করেছিল মোহনবাগান। তবে আলবার্তোর সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে তাঁর ক্লাব পেরসিবির। সেই ক্লাব এখনই ছাড়তে চাইছে না এই সেন্ট্রাল ডিফেন্ডারকে। আবার মোহনবাগানও ট্রান্সফার ফি দিয়ে কোনও বিদেশি ফুটবলারকে সই করাতে চাইছে না। তবে মোহনবাগান সূত্রের খবর, সবুজ-মেরুন রিক্রুটাররা তাঁকে সই করাতে চাইলেও এখনও অবধি তা চূড়ান্ত এমনটা কোনওভাবেই বলা যাবে না। উল্টে এই ডিল নাও হতে পারে। 

Advertisement

গতবার ইউরো কাপের পরই কাউকোকে দলে নিয়েছিল মোহনবাগান। অন্যদিকে ব্রেন্ডন হ্যামিল মোহনবাগানের আইএসএল নকআউট চ্যাম্পিয়ন, আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন এবং ডুরান্ড কাপজয়ী দলের সদস্য, ইয়ুস্তেও জিতেছেন শিল্ড জয় ও ডুরান্ড কাপের দলে। এই তিন বিদেশির চলে যাওয়ায় তাই কিছুটা হলেও মন খারাপ সমর্থকদের। তবে তাঁরাও সামনের দিকে তাকাতে চাইছেন। আসন্ন মরসুমে ত্রিমুকুট জিতে মুম্বি সিটি এফসিকে টেক্কা দেওয়াই এখন লক্ষ্য মোহনবাগানের।   

আরও পড়ুন

Advertisement