scorecardresearch
 

Mohun Bagan Transfer News: শেষ বেলায় চমক মোহনবাগানের, ডিফেন্স সামলাতে ডাক 'ঘরের ছেলেকে' ফেরাচ্ছে

দলের রক্ষণভাগ নিয়ে বিরাট সমস্যায় মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan)। ডুরান্ড কাপের (Durand Cup 2024) ফাইনাল ম্যাচেও সেটা স্পষ্ট হয়েছে। টম অ্যালড্রেট (Thomas Aldred) ও আলবার্তো রড্রিগেজ (Alberto Rodriguez) থাকলেও বারেবারে রক্ষণের ফাঁক ধরা পড়ায় স্বস্তি পাচ্ছে না সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। সে কারণেই এবার পুরনো যোদ্ধাকে ফেরাতে মরিয়া মোহনবাগান। সে কারণেই এবার প্রীতম কোটালকে (Pritam Kotal) কেরল ব্লাস্টার্স (Kerala Blasters) থেকে দলে নিয়ে আসতে চায় তারা। 

Advertisement
মোহনবাগান মোহনবাগান

দলের রক্ষণভাগ নিয়ে বিরাট সমস্যায় মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan)। ডুরান্ড কাপের (Durand Cup 2024) ফাইনাল ম্যাচেও সেটা স্পষ্ট হয়েছে। টম অ্যালড্রেট (Thomas Aldred) ও আলবার্তো রড্রিগেজ (Alberto Rodriguez) থাকলেও বারেবারে রক্ষণের ফাঁক ধরা পড়ায় স্বস্তি পাচ্ছে না সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। সে কারণেই এবার পুরনো যোদ্ধাকে ফেরাতে মরিয়া মোহনবাগান। সে কারণেই এবার প্রীতম কোটালকে (Pritam Kotal) কেরল ব্লাস্টার্স (Kerala Blasters) থেকে দলে নিয়ে আসতে চায় তারা। 

ট্রান্সফার উইন্ডো বন্ধ হলেও কীভাবে প্রীতমকে দলে নিচ্ছে মোহনবাগান? 
প্রশ্ন হল ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেলেও প্রীতমকে কীভাবে দলে নেবে মোহনবাগান? সূত্রের খবর, দীপক টাংরি এবং প্রীতমের মধ্যে সোয়্যাপ ডিল হতে পারে। অর্থাৎ, মোহনবাগানের তরফ থেকে কেরালা ব্লাস্টার্স পাবে দীপককে। আর কেরালার তরফ থেকে মোহনবাগান পাবে প্রীতমকে। সবথেকে বড় বিষয়, প্রীতম একইসঙ্গে সেন্টার-ব্যাক এবং রাইট-ব্যাক, দুই পজিশনেই খেলতে পারদর্শী। তাছাড়া কলকাতা ময়দানে যথেষ্ট অভিজ্ঞ তিনি। ফলে, তাঁকে সই করানো মানে দলের শক্তি নিঃসন্দেহে অনেকটাই বৃদ্ধি পাবে।

দারুণ রেকর্ড প্রীতমের
এখনও পর্যন্ত আইএসএল-এর মঞ্চে ১৬২টি ম্যাচে মাঠে নেমেছেন প্রীতম। তাঁর ঝুলিতে রয়েছে ৪৮টি ক্লিনশিট, ৩৫৬টি ইন্টারসেপশন এবং ৬৭০টি রিকভারি। সেইসঙ্গে, ৭৬টি ব্লকিং, ৮টি অ্যাসিস্ট এবং ৪১৮টি ক্লিয়ারেন্স রয়েছে তাঁর নামের পাশে। শুধু তাই নয়, ৫৮টি গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি তিনি নিজেও করেছেন ৫টি গোল। মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) সামনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। তাই ঘরের ছেলেকে দলে ফেরাতে চাইছেন সবুজ মেরুন কর্তারা।

প্রসঙ্গত, গত মরশুমের ডুরান্ড কাপে (Durand Cup) জয় পেলেও এই বছর ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হারতে হয়েছে সবুজ মেরুন ব্রিগেডকে। তার উপর আবার কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) সুপার সিক্সেও পৌঁছতে পারেনি তারা। ফলে এএফসি কাপ ও আইএসএল-এ ভাল কিছু করে দেখাতেই হবে মোহনবাগানকে।

Advertisement

    

Advertisement