মোহনবাগান সুপার জায়েন্টে (Mohun Bagan Super Giant) সই করলেন অ্যালবার্তো রদরিগেজ (Alberto Rodríguez)। সবুজ মেরুনের সঙ্গে দু'বছরের জন্য চুক্তি হল স্প্যানীশ এই সেন্টার ব্যাকের। অর্থাৎ দুই স্টপারই সই করিয়ে ফেলল মোহনবাগান (Mohun Bagan)। বড় চেহারার রদরিগেজ খেলতে আসছেন ইন্দোনেশীয়ার চ্যাম্পিয়ন ক্লাব পার্সিব ব্যান্ডং থেকে। মোহনবাগান সুপার জায়ান্টের শক্তি বাড়াতে কয়েকদিন আগেই চুক্তিবদ্ধ করানো হয়েছিল স্কটিশ ডিফেন্ডার থমাস অ্যালড্রেডকে (Thomas Aldred)। অ্যালবার্তোর যোগদানে তা আরও শক্তিশালী হল।
অ্যালবার্তোর সবথেকে বড় গুণ তিনি রক্ষণে প্রতিপক্ষের স্ট্রাইকারদের দারুণভাবে সমলানোর পাশাপাশি ভাল পাস বাড়াতে পারেন। ছ ফুটের বেশি লম্বা হওয়ায় বিপক্ষের বক্সে উঠে গিয়ে সেটপিসে গোলও করেছেন অনেক। আর তাঁর এই সমস্ত গুণের জন্যই গত মরসুমে ইন্দোনেশিয়ার প্রধান লিগের সেরা একাদশে জায়গা পেয়েছেন রদরিগেজ।
নতুন ফুটবলারকে সই করিয়ে আশাবাদী মোলিনা। মোহনবাগানের কোচ বলেন, 'অ্যালবার্তো এমন একজন সেন্টার ব্যাক যে নিজের শক্তি এবং আগ্রাসী মনোভাব নিয়ে রক্ষণ সামাল দিতে পারে। তাঁর বড় গুণ রক্ষণের পাশাপাশি খুব সফল ভাবে আক্রমণ তৈরিও করতে পারে। তাঁর দুটো পা-ই সমান কার্যকর। গত মরসুমে ইন্দোনেশিয়ার টপ লিগে নিজের ক্লাবকে চ্যাম্পিয়ন করায় তাঁর অন্যতম প্রধান ভুমিকা ছিল। আমি খুশি যে ও মোহনবাগান সুপার জায়ান্টের প্রস্তাবে শুরুতেই সাড়া দিয়েছে এবং সেরা ক্লাবে খেলার সিদ্ধান্ত নিয়েছে।'
শতাব্দী প্রাচীন এই ক্লাবে যোগ দিয়ে স্প্যানিশ সেন্টার ব্যাক বলেন,'বেশ কয়েকবছর ধরেই আমি ইন্ডিয়ান সুপার লিগের খেলা গুলির দিকে নজর রাখছিলাম। গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্ট যে আই এস এলে একাধিপত্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেটাও দেখেছি। তবে মোহনবাগানে আমার সই করার অন্যতম কারণ তাদের বিশাল আবেগপ্রবণ সদস্য সমর্থকেরা। এমনিতে মাঠ ভর্তি সমর্থকের সামনে খেলার সুযোগ পেলে আমার সেরা খেলাটা সবসময়ই বেরিয়ে আসে। এবং ভারতে এ ব্যাপারে মোহনবাগানের কোনও বিকল্প নেই। আবেগে এবং সমর্থনের ব্যাপারে সবুজ মেরুণ সমর্থকরাই সেরা। আমার প্রধান লক্ষ্য চ্যাম্পিয়নের ট্রফি নিজেদের ধরে রাখা এবং যে টুর্নামেন্টগুলো আমরা খেলব সেই ট্রফিগুলি জেতা।'