scorecardresearch
 

Mohun Bagan VS East Bengal: ফ্রিতেই দেখা যাবে মোহনবাগান VS ইস্টবেঙ্গল ম্যাচ, কখন কীভাবে?

আইএসএল-এর ডার্বিতে (Kolkata Derby) মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল-মোহনবাগান (East Bengal VS Mohun Bagan)। এবারের আইএসএল-এ (ISL) প্রথম ডার্বিতে নামছে দুই দল। সুপার কাপ জেতার পর আত্মবিশ্বাসের তুঙ্গে লাল-হলুদ। আর অন্যদিকে মোহনবাগান ফিরে আসার লড়াই চালাবে। আইএসএল-এ জুয়ান ফেরান্দোর কোচিং-এ শেষ তিন ম্যাচেই হারতে হয়েছে সবুজ-মেরুনকে। এরপর সুপার কাপেও গ্রুপ পর্ব থেকেই বিদায়। আন্তোনিও লোপেজ হাবাস এসে সেই চাকা ঘোরাতে পারেন কিনা সেটাই এখন দেখার।

Advertisement
মোহনবাগান vs ইস্টবেঙ্গল মোহনবাগান vs ইস্টবেঙ্গল
হাইলাইটস
  • সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু ডার্বি
  • ফ্রিতে দেখা যাবে ম্যাচ

আইএসএল-এর ডার্বিতে (Kolkata Derby) মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল-মোহনবাগান (East Bengal VS Mohun Bagan)। এবারের আইএসএল-এ (ISL) প্রথম ডার্বিতে নামছে দুই দল। সুপার কাপ জেতার পর আত্মবিশ্বাসের তুঙ্গে লাল-হলুদ। আর অন্যদিকে মোহনবাগান ফিরে আসার লড়াই চালাবে। আইএসএল-এ জুয়ান ফেরান্দোর কোচিং-এ শেষ তিন ম্যাচেই হারতে হয়েছে সবুজ-মেরুনকে। এরপর সুপার কাপেও গ্রুপ পর্ব থেকেই বিদায়। আন্তোনিও লোপেজ হাবাস এসে সেই চাকা ঘোরাতে পারেন কিনা সেটাই এখন দেখার।

কীভাবে কখন দেখবেন ডার্বি?
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ। অনেকেই হয়ত টিকিট কেটে মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না। তবে তাঁদের চিন্তার কারণ নেই। এবারের ডার্বি কিন্তু দেখা যাবে টিভিতেও। সুপার কাপ টিভিতে দেখা না গেলেও আইএসএল-এ তেমনটা হচ্ছে না। এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে। টিভিতে দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। এছাড়াতেও বাংলায় সম্প্রচার হবে ডিডি বাংলা চ্যানেলে। পুরো ম্য়াচটাই দেখা যাবে বিনামূল্যে। 

ফুরফুরে মেজাজে মোহনবাগান
ম্যাচের আগের দিন ডার্বি নিয়ে হুঙ্কার দিয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস। এখনও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটাও ম্যাচ হারেননি স্প্যানিশ কোচ। তা মনে করিয়ে দিয়ে বলেন, 'আমি কখনও কোনও ম্যাচে হারার কথা ভেবে খেলতে নামি না। মনে রাখবেন, আমি এখনও ইস্টবেঙ্গলের কাছে হারিনি। ট্রফির জন্য লড়াই করতে নামলে সব ম্যাচে জয়ের কথা ভেবেই নামতে হয়।'

এমন সময় হাবাস দায়িত্ব নিলেন, সেই সময় কিছুটা হলেও টালমাটাল মোহনবাগান দল। তবে চ্যালেঞ্জ থেকে পিছু হাঁটতে নারাজ হাবাস। তিনি বলেন, 'নতুন দায়িত্ব পেয়েছি। কাল আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ। আমাদের ফোকাসে শুধু কালকের ম্যাচ। ডার্বির আগে নিজের উপরে চাপ কমানোর চেষ্টা করছি। সব সময়েই আমার লক্ষ্য থাকে দলকে সেরা ফর্মে রাখা। এত বড় ম্যাচের আমরা নিজেদের সব রকম ভাবে তৈরি রাখছি। জানি যে আমরা বিপক্ষের থেকে পয়েন্ট তালিকায় এগিয়ে। কিন্তু অন্য দল নিয়ে নয়, আমি ভালবাসি নিজের দলকে নিয়ে ভাবতে।' 

Advertisement

  

Advertisement