scorecardresearch
 

Mohun Bagan vs Mumbai City FC Tickets: মোহনবাগান VS মুম্বই ম্যাচের টিকিট জলের দরে, কবে থেকে ও কীভাবে পাবেন টিকিট?

আইএসএলে (ISL 2024) হতে পারে নতুন ইতিহাস। এই প্রথম বাংলার কোন দলের সামনে সুযোগ রয়েছে আইএসএল (ISL) লিগ শিল্ড জয় করার। সেই সুযোগের দোরগোড়ায় দাড়িয়ে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। বেঙ্গালুরু এফসিকে ৪ গোলে হারিয়ে লিগ শিল্ডে থেকে মাত্র একধাপ দূরে মোহনবাগান। হাবাসের লক্ষ্য এখন শেষ ম্যাচ জিতে ৩ পয়েন্ট ঘরে তোলা। 

Advertisement
মোহনবাগান মোহনবাগান
হাইলাইটস
  • সোমবার মুখোমুখি হবে মুম্বই-মোহনবাগান
  • কীভাবে পাবেন টিকিট?

আইএসএলে (ISL 2024) হতে পারে নতুন ইতিহাস। এই প্রথম বাংলার কোন দলের সামনে সুযোগ রয়েছে আইএসএল (ISL) লিগ শিল্ড জয় করার। সেই সুযোগের দোরগোড়ায় দাড়িয়ে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। বেঙ্গালুরু এফসিকে ৪ গোলে হারিয়ে লিগ শিল্ডে থেকে মাত্র একধাপ দূরে মোহনবাগান। হাবাসের লক্ষ্য এখন শেষ ম্যাচ জিতে ৩ পয়েন্ট ঘরে তোলা। 

কীভাবে লিগ শিল্ড জিততে পারে মোহনবাগান?
এই মুহূর্তে লিগ শিল্ড জয়ের দৌড়ে রয়েছে মুম্বই সিটি এফসি এবং মোহনবাগান। আগামী ১৫ই এপ্রিল আইএসএলের শেষ ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে রাত সারে সাতটায় মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট এবং মুম্বই সিটি এফসি। এই ম্যাচে মোহনবাগানকে জিততেই হবে। অপরদিকে ড্র করলেই তৃতীয়বারের জন্যে লিগ শিল্ড জয় করবে মুম্বই। এই ম্যাচের টিকিট খুব কম দামে পাওয়া যাবে বলে জানিয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। 

কত টকা দাম টিকিটের?
ঘরের মাঠে মোহনবাগান যখন নামে তখন তাদের সব থেকে বড়ো শক্তি হল তাদের সমর্থকরা। তাই সাপোর্টারদের সুবিধার্থে টিকিট সংক্রান্ত বিষয় এক্স হ্যন্ডেলে পোস্ট করল মোহনবাগান সুপার জায়েন্ট। মাত্র ৫০ টাকা থেকে শুরু হবে এই ম্যাচের টিকিটের দাম। শনি, রবি এবং সোমবারবার অর্থাৎ ১৩, ১৪ এবং ১৫ তারিখ অনলাইন এবং অফলাইন টিকিট পাওয়া যাবে। 

কীভাবে হাতে পাবেন টিকিট?
অনলাইনে আপনি ১৩ এবং ১৪ তারিখ বুক মাই শোয়ের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন। সেই টিকিট আপনি স্টেডিয়ামের ৪ নম্বর গেটের ২ নম্বর বক্স অফিস থেকে পাবেন সকাল ১০:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত। ১৫ তারিখ পাবেন সকাল ১০:৩০ থেকে সন্ধ্যা ৭:৪৫ পর্যন্ত। অফলাইনে আপনি মোহনবাগান ক্লাব থেকে ১৩ এবং ১৫ তারিখ পাবেন সকাল ১০:৩০ থেকে বিকেল ৬:৩০ পর্যন্ত এবং ১৪ তারিখ পাবেন সকাল ১০:৩০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত। এছাড়াও আপনি স্টেডিয়ামের ৪ নম্বর গেটের ২ নম্বর বক্স অফিস থেকে ১৩ এবং ১৪ তারিখ অফলাইন টিকিট পাবেন। 

আরও পড়ুন

Advertisement

Advertisement