ওড়িশার বিরুদ্ধে জিততে পারলে শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসি-র আরও কাছাকাছি চলে আসবে মোহনবাগান সুপার জায়েন্ট। ভুবনেশ্বরের মাটিতে ওড়িশার বিরুদ্ধে দারুণ রেকর্ড সবুজ-মেরুনের। এই ম্যাচে দুই প্রাক্তন সতীর্থ রয় কৃষ্ণা ও হুগো বুমৌসকে কী ভাবে আটকাবেন শুভাশিস বসুরা সেটাই এখন দেখার। ফলে শুধু তিন পয়েন্ট নয়, মোহনবাগানের কাছে এটা মর্যাদার লড়াই।
রয় মোহনবাগানের হয়ে ২১টি গোল করেছেন, হুগোর আছে ১১টি গোল। শুধু যে গোল করেছেন, তা নয়, প্রচুর গোল করিয়েওছেন। হুগোর অ্যাসিস্টের সংখ্যা যেখানে ৯, সেখানে রয় ১২টি গোলে সাহায্য করেছেন। কিন্তু এখন দু’জনেই বাগান ছেড়ে যোগ দিয়েছেন প্রতিবেশী রাজ্যের দল ওড়িশা এফসি-তে। হুগো এ বছরই সের্জিও লোবেরার দলে সই করেছেন। রয়ের যদিও আগে থেকেই রয়েছেন। ওড়িশার হয়ে নয় নয় করে ৩২টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে রয়ের। ১৬টি গোল করেছেন। হুগো খেলেছেন ছ’টি ম্যাচ। মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ তাঁদের কাছে নিশ্চয়ই ‘স্পেশ্যাল’ হয়ে উঠবে। গতবার সেমিফাইনালে তাদের ছিটকে দিয়েই ফাইনালে উঠেছিল সবুজ-মেরুন বাহিনী। সেই হারের বদলাও নিশ্চয়ই নিতে চাইবেন লোবেরা।
তবে মোহনবাগানের চিন্তা গ্রেগ স্টুয়ার্টের চোট। রবিবার সম্ভবত খেলতে পারবেন না। এ মরশুমে ছ’টি ম্যাচে দলের পাঁচটি গোলে অবদান আছে তাঁর। একটি গোল করেছেন, চারটি করিয়েছেন। ১৯টি গোলের সুযোগ তৈরি করেছেন। আক্রমণে এমন একজন নির্ভরযোগ্য ফুটবলারের অভাব পূরণ করা মোটেই সোজা নয়। হয়তো তাঁর জায়গায় দিমিত্রিয়স পেট্রাটস বা জেসন কামিংসদের মধ্যে কেউ একজন শুরু থেকে খেলবেন। কিন্তু স্টুয়ার্টের মতো কার্যকারিতা দিতে পারবেন কি না তাঁরা, সেটাই প্রশ্ন।
কীভাবে ফ্রিতে দেখবেন এই ম্যাচ?
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ফ্রিতে টিভিতে দেখা যাবে স্পোর্টস ১৮-৩- বাংলা, স্পোর্টস ১৮ খেল ও স্পোর্টস ১৮-২- হিন্দি, স্পোর্টস ১৮-১ এসডি ও এইচডি- ইংলিশ চ্যানেলে। আর লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন জিও সিনেমা- বাংলা, হিন্দি, ইংলিশ, মালয়ালাম ভাষায়।