scorecardresearch
 

ICC World Cup 2023: বিশ্বকাপে আম্পায়ার লিস্টে মাত্র ২ ভারতীয়, রইল ICC-র তালিকা

আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ শুরু হতে এক মাসও বাকি নেই। এবার ভারতের মাটিতে ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর বিশ্বকাপ খেলা হবে। প্রথমবার ভারত একাই ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে। এর আগে এটি যৌথভাবে ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১ বিশ্বকাপ আয়োজন করেছিল। 

Advertisement
বিশ্বকাপের আম্পায়ার প্যানেল বিশ্বকাপের আম্পায়ার প্যানেল

আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ শুরু হতে এক মাসও বাকি নেই। এবার ভারতের মাটিতে ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর বিশ্বকাপ খেলা হবে। প্রথমবার ভারত একাই ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে। এর আগে এটি যৌথভাবে ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১ বিশ্বকাপ আয়োজন করেছিল। 


এবার ওয়ানডে বিশ্বকাপ সংক্রান্ত একটি বড় খবর সামনে এসেছে। এই মেগা ইভেন্টের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এই তালিকায় ১৬ জন আম্পায়ার এবং চার ম্যাচ রেফারি রয়েছে। বিশেষ বিষয় হল এই আম্পায়ারদের মধ্যে ১২ জন আইসিসির এমিরেটস এলিট প্যানেলের। বাকি চার আম্পায়ার শরাফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ), পল উইলসন (অস্ট্রেলিয়া), অ্যালেক্স ওয়ার্ফে (ইংল্যান্ড) এবং ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) উদীয়মান আম্পায়ার সদস্য।

তালিকায় এই দুই ভারতীয়ও রয়েছেন 
আইসিসি বিশ্বকাপের গ্রুপ ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা পরে প্রকাশ করা হবে। ভারতের নীতিন মেনন (আম্পায়ার) এবং জাভাগাল শ্রীনাথ (ম্যাচ রেফারি)ও ম্যাচ অফিসিয়ালদের তালিকায় জায়গা পেয়েছেন। 


এই গ্রুপে কুমার ধর্মসেনা, নারাইস ইরাসমাস এবং রড টাকার সহ ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ ফাইনালের দায়িত্বে থাকা তিনজন আম্পায়ার রয়েছেন। পাকিস্তানের আলিম দার ২০১৯ বিশ্বকাপ এর ফাইনাল ম্যাচে ছিলেন। তবে তিনি এবার জায়গা পাননি। কয়েক মাস আগে এলিট প্যানেল থেকে পদত্যাগ করেছিলেন আলিম। 

বিশ্বকাপের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ইশান কিশান, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
ODI WC-তে ভারতীয় দলের ম্যাচের সম্পূর্ণ সময়সূচি:
৮ অক্টোবর ভারত বনাম অস্ট্রেলিয়া, চেন্নাই
১১ অক্টোবর ভারত বনাম আফগানিস্তান, দিল্লি
১৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান, আহমেদাবাদ
১৯ অক্টোবর ভারত বনাম বাংলাদেশ, পুনে
২২ অক্টোবর ভারত বনাম নিউজিল্যান্ড, ধর্মশালা
২৯ অক্টোবর ভারত বনাম ইংল্যান্ড, লখনউ
২ নভেম্বর ভারত বনাম শ্রীলঙ্কা, মুম্বই
৫ নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, কলকাতা
১২ নভেম্বর ভারত বনাম নেদারল্যান্ডস, বেঙ্গালুরু    

Advertisement

Advertisement