Gymnast Deepa Karmakar Suspend For 2 years:ডোপিং সংক্রান্ত নিয়মভঙ্গের জন্য নির্বাসিত রাজীব খেলরত্নপ্রাপ্ত জিমন্যাস্ট দীপা কর্মকার। ২ বছরের জন্য় তাঁকে নির্বাসিত করেছে আন্তর্জাতিক ডোপিং সংস্থা (WADA)। এদিন ভারতের নামী জিমনাস্ট (Gymnast) দীপা কর্মকারকে (Dipa Karmakar) দুই বছরের জন্য নির্বাসন (Ban) করেছে।
আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন (FIG) সাসপেন্ড করেছে দীপাকে (Dipa Karmakar)। চলতি বছরের মার্চ মাসে এমন খবর সামনে এসেছিল। তাঁর সঙ্গে নির্বাসিত হয়েছিল আরও ১২ অ্যাথলিট। কিন্তু ঠিক কী কারণে শাস্তি পেয়েছেন দীপা, তা স্পষ্ট ছিল না। এমনকী এ নিয়ে ধোঁয়াশায় ছিলেন খোদ দীপা ও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দীও। কিন্তু নির্বাসনের কারণেই তাঁকে আর প্রতিযোগিতার মঞ্চে দেখা যায়নি। এবার সেই কারণ স্পষ্ট হল। জানা গিয়েছে, বিশ্ব ডোপ বিরোধী এজেন্সির (WADA) নিয়ম ভেঙেছেন তিনি। সেই জন্য়ই নেমে আসে শাস্তির খাঁড়া।
এই ঘটনার পরে জাতীয় ডোপ বিরোধী সংস্থা (NADA) নড়েচড়ে বসেছে। তাদের কর্তারা সরাসরি দীপার কোচকে দুষছেন। কর্তাদের বক্তব্য, দীপার পুরো বিষয়টি দেখেন তাঁর কোচই। তিনি ডোপ নিয়ে আন্তর্জাতিক ডোপ সংস্থাকে কোনও তথ্য দেননি। সেই কারণে দিনের পর দিন অন্ধকারে ছিলেন তাঁরা। ফলে দীপার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত ওয়াডা নিয়েছে।
চোটের জন্য তিনি ওষুধ সেবন করলেও সেই নিয়ে তথ্য আন্তর্জাতিক সংস্থাকে দেননি। যারা বিশ্ব জিমনাস্টিক্সের বাছাই তালিকায় রয়েছেন, তাঁদের প্রতি ছয় মাস অন্তর তাঁদের গতিবিধির বিবরণ জানাতে হয়। সেটি করেননি দীপা ও তাঁর কোচ। সেই নিয়েই সংস্থার রোষানলে পড়েছেন বলে শোনা গিয়েছে।
২০১৬ সালের রিও অলিম্পিকে দীপার প্রোদুনভা ভল্ট সাড়া ফেলে দিয়েছিল। তিনি দারুণ পারফরম্যান্স দেখিয়ে চতুর্থ হয়েছিলেন জিমনাস্টিক্স ইভেন্টে। ২০১৭ সালে দীপার চোটের স্থানে অস্ত্রোপচার হয়। তারপর থেকেই তাঁর ফর্মের অবনতি হতে থাকে। ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামলেও সেই ধার দেখা যায়নি।
সাম্প্রতিককালে কেন কোনও প্রতিযোগিতায় দেখা যাচ্ছে না দীপা কর্মকারকে। এবার মিলল সে প্রশ্নের উত্তর। ডোপিং আইন লঙ্ঘন করার শাস্তি ভোগ করছেন বাঙালি জিমন্যাস্ট। দু’বছরের জন্য তাঁকে নির্বাসিত করা হয়েছে।