পাকিস্তান ক্রিকেট দল এখন শ্রীলঙ্কা সফরে। এখানে দুই দলের মধ্যে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলা হচ্ছে। গলেতে চলছে এই সিরিজ। সিরিজের প্রথম টেস্টে দারুণ এক ঘটনা দেখতে পেলেন ভক্তরা। টেস্ট ম্যাচ চলাকালীন মজার ভঙ্গিতে নাচতে দেখা গেল পাকিস্তানের ফাস্ট বোলার হাসান আলিকে। তাঁর এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছ। যা দেখে ভক্তরা তাদের হাসি থামাতে পারছে না।
গল টেস্টের প্রথম দিনে নাচছেন হাসান আলি
আসলে, গলে শ্রীলঙ্কা-পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময় বাউন্ডারির কাছে ফিল্ডিং করছিলেন হাসান আলি। এ সময় তিনি তাঁর একটি পা নাড়াতে নাচতে অদ্ভুতভাবে নাচতে থাকেন। সতীর্থ হারিস রউফের সামনেই এসব করতে থাকেন হাসান আলি। হাসানের এই অদ্ভুত নাচ দেখে হাসি থামাতে পারেননি রউফও।
ধারাভাষ্যকাররাও ম্যাচের মাঝে হাসান আলির কান্ড দেখে অবাক। পুরো ঘটনাটি গল টেস্টের প্রথম দিনের (১৬ জুলাই)। ম্যাচ শেষে হাসান আলী বলেন, 'এভাবে নাচতে ভালো লাগে। এটা আমার দৈনন্দিন রুটিনের অংশ।'
আরও পড়ুন: সিন্ধুর দাপটে চুরমার চিন, সুইসের পর সিঙ্গাপুর ওপেনও জিতলেন পিভি
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আয়োজক শ্রীলঙ্কা ২২২ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন দিনেশ চান্দিমাল। অধিনায়ক দিমুথ করুনারত্নে মাত্র এক রান করতে পারেন। পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি নেন ৪টি ও হাসান আলি ২টি উইকেট।
আরও পড়ুন: খেলেছিলেন পাকিস্তানের জার্সিতেও, ফুটবলের সঙ্গে ক্রিকেটেও সেরা বলাই দে
ম্যাচের দ্বিতীয় দিনে (১৭ জুলাই) ১০০ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। পাকিস্তান দলের অবস্থাও খারাপ। ক্যাপ্টেন বাবর আজমকে একাই লড়তে দেখা গিয়েছে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন লেগ স্পিনার প্রভাত জয়াসুরিয়া।