scorecardresearch
 

Paris Olympics 2024: 'রহস্যজনক' ভাবে অলিম্পিক থেকে বাদ আরেক বাঙালি, আপাতত ভরসা একমাত্র সৌরভ

ভারতের অলিম্পিক (Indian Olympics Team) দল ঘোষণা হয়ে গিয়েছে। তবে সেই দল থেকে বাদ পড়েছেন বাংলার আভা খাটুয়া (Ava Khatua)।  বাংলা নয়, মহারাষ্ট্র  থেকে ভারতীয় অলিম্পিকগামী (Paris Olympics 2024) দলে সুযোগ পেয়েছিলেন। তবে তাঁকেও বাদ পড়তে হল। দিন কয়েক আগে আভার বাদ পড়ার বিষয়টি সামনে এলেও এর কারণ জানা যায়নি।

Advertisement
আভা খাটুয়া আভা খাটুয়া

ভারতের অলিম্পিক (Indian Olympics Team) দল ঘোষণা হয়ে গিয়েছে। তবে সেই দল থেকে বাদ পড়েছেন বাংলার আভা খাটুয়া (Ava Khatua)।  বাংলা নয়, মহারাষ্ট্র  থেকে ভারতীয় অলিম্পিকগামী (Paris Olympics 2024) দলে সুযোগ পেয়েছিলেন। তবে তাঁকেও বাদ পড়তে হল। দিন কয়েক আগে আভার বাদ পড়ার বিষয়টি সামনে এলেও এর কারণ জানা যায়নি।
 
বিশ্ব ক্রমপর্যায়ে আভা তেইশ নম্বরে উঠে এসেছিলেন।  আর সেই  কারণেই তিনি পেয়ে গিয়েছিলেন অলিম্পিকে যওয়ার ছাড়পত্র।  দেশের অন্য অ্যাথলিটদের সঙ্গে প্রস্তুতি নিতে ইতিমধ্যে তুরস্কে রওনা হয়েছেন। তবে প্যারিসে তিনি আদৌ লড়াইয়ের সুযোগ পাবেন কি না, তা নিয়েই রয়েছে ধোঁয়াশা! বুধবার প্যারিস অলিম্পিকের জন্য ১১৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। সেখানে নাম নেই  আভা খাটুয়ার। 

অলিম্পিকের জন্য ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন ৩০ জনের নাম পাঠিয়েছিল আইওএ-কে। সেই তালিকা থেকে একমাত্র বাদ পড়েছেন আভা। কেন বাদ গিয়েছেন তিনি? এই বিষয়ে কোনও কারণ জানানো হয়নি আইওএ-র তরফে। তবে যোগাযোগ করা যায়নি আইওএ প্রধান পিটি উষার সঙ্গে। অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রধান আদিল সুমারিওয়ালাও কোনও স্পষ্ট জবাব দেননি। তিনি অবশ্য পরোক্ষে  দায় চাপিয়েছেন অ্যাথলেটিক্সের আন্তর্জাতিক নিয়ামক সংস্থার ওপর। এই বিষয়ে এখনও মুখ খোলেননি আভাও। অ্যাথলেটিক্স জীবনের অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়ে প্যারিসের ছাড়পত্র পেয়েছিলেন। পারিবারিক চরম দুঃখের মধ্যেও অলিম্পিকের ছাড়পত্র ফের স্বপ্ন দেখতে সাহস যুগিয়েছিল। তিনি নিজেও বিশ্ব মঞ্চে নিজেকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্য সাজিয়েছিলেন। 

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বাসিন্দা হলেও তিনি চাকরিসূত্রে খেলেন মহারাষ্ট্রের হয়ে। কেন বাংলা ছাড়তে হয়েছিল তাঁকে? এ ব্যাপারে কোনও রাখঢাক না রেখেই তিনি বলেন,'অবস্থা আমাকে বাধ্য করেছে বাংলার বদলে অন্য রাজ্যের প্রতিনিধিত্ব করতে।' সম্প্রতি আভা শটপাটে জাতীয় রেকর্ড গড়েছেন ভুবনেশ্বরে ফেডারেশন কাপে।  ১৮.৪১ মিটার থ্রো জাতীয় রেকর্ড গড়েন তিনি, যা বিশ্বক্রমপর্যায়ে প্রথম পঁচিশে তুলে নিয়ে এসেছিল। সম্প্রতি আন্তঃরাজ্য মিটেও তিনি সোনা জেতেন। এই পারফরম্যান্স সরাসরি অলিম্পিকের ছাড়পত্র পাওয়ার জন্য যথেষ্ট ছিল না। তবে ধারাবাহিকভাবে ভালো খেলার ফলেই ক্রমপর্যায়ের  উন্নতি হয়েছিল। শেষপর্যন্ত সেই উন্নত ক্রমপর্যায়ের সুবাদেই প্যারিসের ছাড়পত্র পেয়েছেন আভা। ১১ জুলাই গেমসের ছাড়পত্র পাওয়া বাকি অ্যাথলিটদের সঙ্গে যোগ দিতে তুরস্কের স্পালায় গিয়েছেন । সেখান থেকে সরাসরি ফ্রান্সের রাজধানীতে যাওয়ার কথা তাঁর। তবে সব স্বপ্ন জলেই চলে গেল তাঁর। 

আরও পড়ুন

Advertisement

Advertisement