ব্যাডমিন্টন খেলছিল ১৭ বছরের কিশোর। ম্যাচ চলছিল। অনেক লোকও বসেছিল সেখানে। এক সময় পড়ে যান তিনি। জ্ঞান হারায়। তারপরই হার্ট অ্যাটাক। ঘটনায় স্তব্ধ গোটা ব্যাডমিন্টন বিশ্ব। ওই খেলোয়াড়ের নাম ঝাং ঝিজি । চিনের সেই ব্যাডমিন্টন খেলোয়াড়ের বয়স মাত্র ১৭ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া। ঘটনার ভিডিও সামনে এসেছে।
হার্ট অ্যাটাকে মারা যায় ওই কিশোর। রবিবার গভীর রাতে ঝাং জিজি কিন্ডারগার্টেনে ব্যাডমিন্টন খেলছিলেন। অল্প বয়স হলেও গত বছরই চিনের জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন তিনি। ব্যাডমিন্টনকে বিশ্বে ক্রমশ পরিচিত নাম হয়ে উঠছিল তিনি।
খেলাটি চলছিল জাকার্তায়। যোগিয়াকার্তায় এশিয়া জুনিয়র চ্যাম্পিয়নশিপের ম্যাচ চলছিল চিন ও জাপানের মধ্যে। জাপানের কাজুমা কাওয়ানোর বিপক্ষে ম্যাচ খেলছিলেন ঝাং জিজি। সেই ম্যাচেই মৃত্যু হয় চিনা খেলোয়াড়ের।
ভিডিওতে দেখা যায়, সার্ভিসিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন জাপানের খেলোয়াড়। অপরপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন চিনের ঝাং ঝিজি। হঠাৎ মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। বেশ কয়েক সেকেন্ড এভাবে কেটে যায়। পরে চিকিৎসক আসেন সেখানে। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে বাঁচানো যায়নি। সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে।
ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ঘটনায় শোকপ্রকাশ করেছেন। সিন্ধু লিখেছেন, 'আমি এই দুঃখজনক সময়ে ঝাং-এর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আজ বিশ্ব হারাল এক অসাধারণ প্রতিভাকে।'
যদিও খেলার মাঠে মৃত্যু প্রথম নয়। গত জানুয়ারি মাসেই নয়ডার একটি স্টেডিয়ামে চলছিল ক্রিকেট ম্যাচ ৷ ম্যাচ চলাকালীনই মৃত্যুর কোলে ঢলে পড়েন এক ইঞ্জিনিয়ার। নাম বিকাশ নেগি ৷
খেলার সময় ওই ইঞ্জিনিয়ার দৌড়তে দৌড়তে হঠাৎই মাটিতে পড়ে যান। এরপরই তিনি অচৈতন্য হয়ে পড়েন ৷ তার সঙ্গীরা তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী জেপি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে ৷