scorecardresearch
 

Asian Boxing Championships 2021: দেশকে সোনা এনে দিলেন পূজা, ফাইনালে হার মেরির

দেশকে ফের সোনা এনে দিলেন বক্সার পূজা রানি। Asian Boxing Championships 2021-এ রবিবাসয়ীয় ফাইনালে পূজার প্রতিপক্ষ ছিলেন উজবেকিস্তানের মাভলুদা মভলোনোভা।

Advertisement
পূজা রানি পূজা রানি
হাইলাইটস
  • দেশকে ফের সোনা এনে দিলেন বক্সার পূজা রানি।
  • উজবেকিস্তানের মাভলুদা মভলোনোভা হারিয়ে সোনা জেতেন তিনি

দেশকে ফের সোনা এনে দিলেন বক্সার পূজা রানি। Asian Boxing Championships 2021-এ রবিবাসয়ীয়  ফাইনালে পূজার প্রতিপক্ষ ছিলেন উজবেকিস্তানের মাভলুদা মভলোনোভা। তাঁকে  ৫-০ তে উড়িয়ে দেন হরিয়ানার পূজা। 

এর আগে ২০১৯ সালে ৮১ কেজি বিভাগে Asian Boxing Championships-এও দেশের জন্য সোনা জিতেছিলেন পূজা। ২০১২ ও ১৫ সালে এই প্রতিযোগিতার মিডলওয়েট ক্যাটাগরিতে ব্রোঞ্চ ও সিলভার জিতেছিলেন। 

তবে পূজা জিতলেও  Asian Championships-এর মেয়েদের ৫১ কেজি ফাইনালে ছ'বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কমকে হারতে হয়েছে কাজাখস্তানের নাজিম কাইজাইবের কাছে। আবার ৬৪ কেজিতে লালবুয়াতসাইহি ফাইনালে হারের মুখ দেখেছেন। দুজনকেই সিলভার নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। 

প্রসঙ্গত, এই প্রতিযোগিতায় এবার এখনও পর্যন্ত আটটি ব্রোঞ্জ মেডেল পেয়েছেন ভারতীয় বক্সাররা। তাঁরা হলেন সিমরণজিৎ কৌর, বিকাশ কৃষণ, লোভলিনা, জেইসমাইন, সাক্ষী চৌধুরী, মোনিকা, সুইটি ও বীরেন্দ্র সিং। 

Advertisement