আইপিএলের ( IPL) প্লে-অফে উঠে গিয়েছে রাজস্থান। শুধু তাই নয়, একেবারে দুই নম্বরে থেকে গ্রুপ পর্যায়ের ম্যাচ শেষ করেছে সুঞ্জু স্যামসনের দল। সেই কারণে ২৪ তারিখ কলকাতায় এক নম্বরে থেকে গ্রুপের ম্যাচ শেষ করা গুজরাত টাইটান্সের( Gujrat Titans) বিরুদ্ধে প্রথম প্লে-অফের ম্যাচে নামবে রাজস্থান রয়্যালস (Rajashtan Royals)। আর প্লে-অফে খেলতে কলকাতায় আসতে গিয়েই বিপত্তির মুখে পড়ে রাজস্থান শিবিরে। এতটাই বিপত্তি যে ভয়ে কাঁপতে থাকেন সঞ্জু সামসন, রবিচন্দ্রন অশ্বিনরা। কালবৈশাখীর দাপটে রাজস্থানের বিমানে প্রচন্ড ঝাঁকুনি হতে থাকে। সেই ভিডিও পোস্ট করেছে রাজস্থান। যদিও গোটা ঘটনাটির ভিডিও নিয়ে মজাই করেছে তারা।
চলতি আইপিএল-এর প্লে অফ খেলতে শনিবারই মুম্বই থেকে কলকাতায় রওনা দিয়েছিল টিম রাজস্থান রয়্যালস। সবকিছুই চলছিল ঠিকঠাক। কিন্তু বিমান কলকাতার আকাশে প্রবেশ করতেই শুরু হয় বিপত্তি। বিকেলের দিকে কলকাতায় শুরু হয় কালবৈশাখীর দাপট। সেই সময় রাজস্থান রয়্যালসের বিমান মাঝ আকাশে ঘুরতে থাকে এবং কালবৈশাখীর দাপট মাঝ আকাশ থেকেই অনুভব করতে থাকেন দলের ক্রিকেটারর ও সাপোর্ট স্টাফরা। সেই ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় দেয় রাজস্থান রয়্যালস। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায় বিমানের ভিতর মেঘ ঢুকে গিয়েছে। কখনও গোটা বিমানের মধ্যে অন্ধকারে ক্রিকেটাররা। আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। পাশ দিয়ে কেউ বলে ওঠেন, 'এবার সুরক্ষিতভাবে বিমানটা নিচে নামাও।' আবার কিছুক্ষণ পরেই সবাই মিলে চিৎকার করে বলে ওঠেন 'হাল্লা বোল'। আর এই সমস্ত মুহূর্ত গুলি ক্যামেরাবন্দী করে পোস্ট করেছে রাজস্থান। যা নিমেষেই ভাইরাল।
আরও পড়ুন: Team India: দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে উমরান-হার্দিক, বিশ্রামে রোহিত-বিরাটরা
আরও পড়ুন: সৌরভের হাত ধরেই, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি করবে ইস্টবেঙ্গল?
শনিবার দুপুর থেকে বিকেলে ঝড় ও বৃষ্টির দাপটে কাহিল হয়েছিল একের পর এক জেলা। বিকেলে কলকাতায় শুরু হয় দুর্যোগ। সেই সময়েই মাঝ আকাশে আটকে পড়েছিল টিম রাজস্থান রয়্যালস। ছোট ভিডিয়োর মাধ্যমে নিজেদের এই আতঙ্কের যাত্রা তুলে ধরে রাজস্থান। শনিবারের ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে ইডেন গার্ডেন্সও। ঝড়ের মধ্যেই উদ্বিগ্ন সৌরভ ইডেনে ছুটে যান।