scorecardresearch
 

Rinku Singh New Bungalow: IPL-এ 'টাকার পাহাড়'! আলিশান বাংলো কিনলেন KKR-এর রিঙ্কু, সারলেন গৃহপ্রবেশও

২০২৫ সালের আইপিএল-এও (IPL 2025) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) রিটেন করেছে রিঙ্কু সিং-কে (Rinku Singh)। ১৩ কোটি টাকায় তাঁকে রিটেন (IPL 2025 Retention) করা হয়েছে। আর সেই খবর পাওয়ার পরেই বিরাট বাংলো কিনে ফেললেন রিঙ্কু। দীপাবলির মধ্যেই বিলাসবহুল এই বাংলো কিনলেন শাহরুখ খানের (Shahrukh Khan) দলের এই ফিনিশার। গত সপ্তাহে আইপিএল ২০২৫ রিটেনশন ডে-তে রিঙ্কুকে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বেশি ১৩ কোটি টাকায় ধরে রেখেছে।

Advertisement
রিঙ্কু সিং ও তাঁর বাংলো রিঙ্কু সিং ও তাঁর বাংলো
হাইলাইটস
  • বিলাসবহুল বাংলো কিনলেন রিঙ্কু
  • ১৩ কোটি টাকায় তাঁকে ধরে রেখেছে কেকেআর

২০২৫ সালের আইপিএল-এও (IPL 2025) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) রিটেন করেছে রিঙ্কু সিং-কে (Rinku Singh)। ১৩ কোটি টাকায় তাঁকে রিটেন (IPL 2025 Retention) করা হয়েছে। আর সেই খবর পাওয়ার পরেই বিরাট বাংলো কিনে ফেললেন রিঙ্কু। দীপাবলির মধ্যেই বিলাসবহুল এই বাংলো কিনলেন শাহরুখ খানের (Shahrukh Khan) দলের এই ফিনিশার। গত সপ্তাহে আইপিএল ২০২৫ রিটেনশন ডে-তে রিঙ্কুকে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বেশি ১৩ কোটি টাকায় ধরে রেখেছে।
 

বিরাট বাংলো কিনলেন রিঙ্কু
আলিগড়ে একটি নতুন বাংলো কিনেছেন রিঙ্কু সিং। পরিবারের জন্য আলিগড়ের ওজোন সিটি এলাকায় একটি নতুন ৫০০ বর্গফুট বাংলো কিনে ফেললেন তিনি৷ ওজোন সিটির গোল্ডেন এস্টেটে রিঙ্কু সিংয়ের নতুন বাড়ি, কোঠি নং ৩৮, দেখার মতো। বুধবার কোল তহসিল রেজিস্ট্রেশন অফিসে এই প্রশস্ত ৫০০-স্কোয়ার ইয়ার্ড বাংলোর মাপ হিসেবে বলা হয়েছ৷
 

হয়ে গিয়েছে গৃহপ্রবেশের অনুষ্ঠানও
গত সপ্তাহেই তাঁর পরিবারের সককে নিয়ে সেরে ফেলেছেন গৃহপ্রবেশের অনুষ্ঠানও। ফিতে কেটে তাঁরা এই বাংলোতে প্রবেশ করেন। আর এখানেই দীপাবলি সেলিব্রেট করেন রিঙ্কুরা। ওজোন সিটির চেয়ারম্যান প্রবীণ মঙ্গলা আনুষ্ঠানিকভাবে রিঙ্কু সিং, তাঁর বাবা খানচাঁদ এবং তার মা বীণা দেবীর হাতে চাবি তুলে দেন। এটি একটি পারিবারিক অনুষ্ঠান ছিল৷ ভাইবোন সোনু, বিট্টু, জিতু এবং বোন নেহা সেলিব্রেশনে অংশ নেন৷ রিঙ্কুর বেডরুমে তার কেকেআর জার্সির ফ্রেমবন্দি ফটো রেখেছেন৷
 

আরও পড়ুন

কী কী আছে ওজোন সিটিতে?
এই টাউনশিপের মধ্যে বিলাসবহুল বাড়ি তো আছেই, পাশাপাশি আছে পেন্টহাউস, ডুপ্লেক্স, এবং ভিলা, একটি ক্লাব, বাণিজ্যিক কেন্দ্র এবং দোকান, প্রাতিষ্ঠানিক ভবন, একটি স্কুল, একটি ডিসপেনসারি, একটি হাসপাতাল, পার্ক, রেস্টুরেন্ট, মন্দির, হোটেল এবং খেলার মাঠ। রিঙ্কু সিং৷ কেকেআর-এর হয়ে দারুণ ক্রিকেট খেলছেন এই মিডল অর্ডার ব্যাটার। জিতিয়েছেন বেশকিছু অবিশ্বাস্য ম্যাচও। এই মরসুমেও তাঁকে নিয়ে স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন দল। 

Advertisement

Advertisement