আইপিএল-এ (ISL) দারুণ খেলার পুরস্কার পেয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) এই ব্যাটার এবারের আইপিএল-এ কিছু অবিশ্বাস্য ইনিংস খেলেছেন। আর তার জেরেই এবার এশিয়ান গেমসের (Asian Games 2023) জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি এই ব্যাটার।
ধোনির পরামর্শ বদলে দিয়েছে রিঙ্কুকে
বহুদিন ধরেই কলকাতা নাইট রাইডার্স দলে থাকলেও, সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি রিঙ্কু। যদিও এই মরশুমে একেবারে বদলে গিয়েছেন তিনি। তবে কার পরামর্শে এভাবে উন্নতি করলেন প্রতিভাবান এই ক্রিকেটার? দারুণ কথা জানালেন কেকেআর (KKR) ব্যা টার। এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রিঙ্কু জানান, মহেন্দ্র সিং ধোনির (Mahrndra Singh Dhoni) পরামর্শই তাঁকে একেবারে বদলে দিয়েছে। একজন ক্রিকেটার হিসেবে আরও উন্নত হয়েছে তাঁর পারফরম্যান্স।
এ প্রসঙ্গে নিয়ে রিঙ্কু বলেন, ‘মাহি ভাইয়ের সঙ্গে আলাপচারিতাটা দারুণ কাজে লেগেছে। আমার মতে উনিও একই অর্ডারে ব্যাটিং করতে নামেন। কখনও ৫ আবার কখনও ৬ নম্বরে। কেরিয়ারের অধিকাংশ সময় ধরেই উনি এই জায়গাতেই ব্যাট করতে নেমেছেন। ফলে উনি এই পজিশন নিয়ে অনেকটাই জানেন। আমি খুব সরলভাবে ওনাকে জিজ্ঞেস করি কিভাবে আমার খেলাটিকে উন্নত করা যায়, আর ওনার পরামর্শও খুব সহজ ছিল। উনি বলেন, খুব ভালো ব্যালটিং হচ্ছে তোমার। যেটা তুমি করছো, সেটাই করে যাও।‘ ব্যাস সাধারণ এই কথাই, বদলে দেয় রিঙ্কুকে। আত্মবিশ্বাস ফিরে পান তরুণ ক্রিকেটার।
এদিকে ভারতীয় দলের দরজা খুলে যাওয়ায়, নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন রিঙ্কু। যেই ছবিতে দেখা যাচ্ছে, রিঙ্কুর সঙ্গে রিঙ্কুকেই হাত মেলাতে। ছবির ডান দিকে কেকেআরের জার্সি পরা রিঙ্কু হাত মেলাচ্ছেন ছবির বাঁ দিকে ভারতীয় জার্সি পরে থাকা রিঙ্কুর সঙ্গে। আর উপরে ক্যাপশনে তিনি লিখেছেন, "অবশেষে।" রিঙ্কুর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছে কলকাতা নাইট রাইডা্র্সও।